• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের মরশুমে সুখবর! পরম-পিয়ার পর ছাদনাতলায় ‘মন্টু পাইলট’ সৌরভ, পাত্রী এই টলি সুন্দরী

Published on:

Saurav Das and Darshana Banik might get married in December

বর্ষশেষের প্রাক্কালে টলিপাড়ায় বাজছে সানাইয়ের সুর। সোমবার বিয়ে করেছেন ইন্ডাস্ট্রির (Tollywood) ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ পরমব্রত চট্টোপাধ্যায়। পাত্রীর নাম পিয়া চক্রবর্তী। ঘরোয়াভাবে কাছের মানুষদের সাক্ষী রেখে চার হাত এক হয়েছে ‘পরমপিয়া’ জুটির। এবার শোনা যাচ্ছে, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সৌরভ দাস (Saurav Das)

অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রিতে ফিসফাস শোনা যাচ্ছে, অভিনেত্রী দর্শনা বণিকের (Darshana Banik) সঙ্গে প্রেম করছেন সৌরভ। তাঁদের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে চর্চা হচ্ছে ভক্তমহলে। এখন শোনা যাচ্ছে, শীঘ্রই চার হাত এক (Marriage) হতে চলেছে তাঁদের। ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে টলিপাড়ার এই চর্চিত তারকাজুটির বিয়ের দিনক্ষণ।

Saurav Das and Darshana Banik might get married

একটা সময় অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে চুটিয়ে প্রেম করতেন সৌরভ। সেই সম্পর্ক নিয়ে কখনওই রাখঢাক করেননি তাঁরা। তবে অনিন্দিতা এখন অতীত। সেই সম্পর্ক ভেঙেছে অনেক দিন হল। এরপর দর্শনাকে মন দিয়েছেন অভিনেতা। এই সম্পর্ক নিয়ে অবশ্য বরাবরই ভীষণ সাবধানী টলিপাড়ার ‘মন্টু পাইলট’।

আরও পড়ুনঃ দীপা ফেরাতেই ব্রেনওয়াশ করছে মিশকা, সূর্য কোর্টে যেতেই পাশে দাঁড়াবে অর্জুন! ফাঁস আসন্ন ট্র্যাক

এতদিন ধরে গুঞ্জন শোনা গেলেও, দর্শনার সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও খোলামেলা কথা বলতে দেখা যায়নি সৌরভকে। তবে ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়ছে তাঁদের। সবার সামনে একে অপরকে স্রেফ ‘ভালো বন্ধু’ বললেও, ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যায় তাঁদের প্রেমের কথা। এখন দর্শনার সঙ্গে বিয়ের গুঞ্জন শোনা গেলেও মুখে কুলুপ এঁটে রেখেছেন সৌরভ। অভিনেতা জানিয়েছেন, তিনি এখন কাজ নিয়েই ব্যস্ত।

Saurav Das and Darshana Banik might get married

তবে সৌরভ যাই বলুক না কেন, একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আগামী ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। ১৫ ডিসেম্বর সৌরভ-দর্শনার চার হাত এক হবে বলে খবর। এই মুহূর্তে দু’জনেই নিজেদের কাজ নিয়ে বেজায় ব্যস্ত। তবে তার মাঝেই বিয়ের প্রস্তুতি সেরে ফেলেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ গ্রাম থেকে শহরে এসেই বাইজি বাড়ি! প্রকাশ্যে শ্বেতা-রণজয়ের নতুন সিরিয়ালের প্রথম প্রোমো

প্রসঙ্গত, টলিপাড়ার পাশাপাশি ওয়েব দুনিয়ার অত্যন্ত পরিচিতি মুখ সৌরভ। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘অন্তরমহল’। অপরদিকে দর্শনাও ব্যস্ত নিজের কাজ নিয়ে। টলিউড থেকে বলিউড হয়ে ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজ করে ফেলেছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥