• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হানিমুন মিটতেই অন্যদিকে মন, শহরে ফিরতেই নতুন বউ পিয়াকে ভুলে গেলেন পরমব্রত!

Published on:

Parambrata Chatterjee and Piya Chakraborty are back in Kolkata from their honeymoon

পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) বিয়ে নিয়ে নেটিজেনদের চর্চা যেন আর শেষ হচ্ছে না। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করে কম কটাক্ষ শুনতে হয়নি অভিনেতাকে। রোষের মুখে পড়েছেন পিয়াও। তবে টলিপাড়ার এই নতুন জুটি নেতিবাচকতাকে বিশেষ পাত্তা দিতে নারাজ। বরং বিয়ে মিটতে না মিটতেই চুপি চুপি মধুচন্দ্রিমায় পাড়ি দিয়েছিলেন তাঁরা।

তিলোত্তমা ছেড়ে আয়ারল্যান্ড উড়ে গিয়েছিলেন মিস্টার অ্যান্ড মিসেস চট্টোপাধ্যায়। প্রায় সপ্তাহ খানেক সেখানে ছিলেন দু’জনে। মধুচন্দ্রিমার (Honeymoon) টুকরো টুকরো নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পরম-ঘরণী। কখনও তাঁকে দেখা গিয়েছিল কফির কাপ হাতে, কখনও আবার তিনি চুমুক দিচ্ছিলেন ওয়াইনের গ্লাসে। ডাবলিনের বড়দিনের ছবিও উঠে এসেছিল তাঁর সমাজমাধ্যমের পাতায়।

Speculations suggest Parambrata Chatterjee and Piya Chakraborty went for honeymoon

তবে হানিমুন থেকে ফিরেই ফের পুরনো মেজাজে হাজির পরমব্রত। আর কোনও দিকে না তাকিয়ে সোজা কাজে মনোনিবেশ করেছেন অভিনেতা। সম্প্রতি জিম সরাভ, কল্কি কোয়েচলিন এসেছিলেন কলকাতায়। তাঁদের সঙ্গে শহরের একটি নামী ক্লাবে শর্ট ফিল্মের প্রচার করতে দেখা যায় পরমব্রতকে।

আরও পড়ুনঃ ‘আমার বর পেটাবে…’, মাচা শোতে গিয়ে কী করলেন স্মার্ট নন্দিনী দিদি? ফাঁস হতেই ভাইরাল ভিডিও

আগামী বছরও বেশ ব্যস্ততায় কাটবে টলি অভিনেতার। আগেই সেকথা বলেছিলেন তিনি। পরমব্রত যখন নিজের কাজ নিয়ে ব্যস্ত, নতুন বউ পিয়া তখন মত্ত ডিসেম্বরের আমেজে। সম্প্রতি গোলাপি হুডি পরে একটি ‘ইয়ো’ সেলফি শেয়ার করেন তিনি।

Parambrata Chattopadhyay Piya ChakrabortyRegistry Marriage

প্রসঙ্গত, এই মুহূর্তে টলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন হলেন পরমব্রত। আগামীতে অভিনেতাকে দেখা যাবে ‘টেক্কা’ ছবিতে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় পরমব্রত ছাড়াও থাকছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র।

আরও পড়ুনঃ মেঘকে বাঁচাতে কাছাকাছি, জিষ্ণুর হাত ধরে নতুন জীবন শুরু গিনির! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

উল্লেখ্য, একটা সময় টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যেত পরমব্রত-স্বস্তিকার প্রেমের গুঞ্জন। অনেক বছর আগেই অবশ্য আলাদা হয়েছে দু’জনের পথ। বিচ্ছেদের পরেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এবার ফের সৃজিতের ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। শুধু তাই নয়, ‘টেক্কা’র ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আবার রয়েছে পিয়ার প্রাক্তন স্বামী অনুপম রায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥