• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯৯% লোকে ভুল উত্তর দিয়েছে! বিড়ালটি সিঁড়িতে উঠছে না নামছে? বলতে পারলে আপনি ১০০% জিনিয়াস

Published on:

Optical Illusion Is this cat going up or coming down 99% failed to answer

এখনকার দিনে ছোট বড় সকলের কাছেই স্মার্ট ফোন রয়েছে, আর স্মার্টফোন মানেই ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া। এই নেটপাড়ায় প্রতিদিন হাজারো ছবি পোস্ট হয়, যার মধ্যে কিছু অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion)। এই ছবি মানুষের সাধারণ বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করে। আর নেটিজেনরাও কিন্তু সমাধান করতে বেশ মজা পান।

আজকের প্রতিবেদনে এমনই একটি চোখের ধাঁধা বা চ্যালেঞ্জ রইল সমস্ত দর্শকদের জন্য। নিচে একটি ছবি রয়েছে। যেখানে সিঁড়িতে একটি বিড়ালকে দেখা যাচ্ছে। এবার আপনাকে বলতে হবে সিঁড়িতে হেঁটে বেড়ানো এই বিড়ালটি ওপরের দিকে উঠছে নাকি নিচের দিকে নামছে? এটাই হল চ্যালেঞ্জ।

Optical Illusion Is this cat going up or coming down 99% failed to answer

কি ঘাবড়ে গেলেন তো? আসলে ছবি দেখে একঝটকায় অনেকেই উঠছে বা অনেকেই নামছে বলে উত্তর দিয়েছেন কিন্তু যুক্তি দিয়ে মিলিয়ে উত্তর কিন্তু খুব কম জনই পেরেছে। এর কারণ আপনি যদি ভাবেন ওপরের দিকে উঠছে তাহলে তেমনই মনে হবে আবার উল্টোটা ভাবলেই মনে হবে নিচে নামছে। কিন্তু তীক্ষ্ণ নজর দিয়ে পার্থক্যটা না খুঁজলে উত্তর মিলবে না।

আরও পড়ুনঃ একঝাঁক বাদুড়ের মাঝে লুকিয়ে কালো বিড়াল, ৯৯% লোকে পারে না! দেখুন তো আপনি খুঁজে পান কি না?

বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তি যদি নিয়মিত এমন ধরণের ধাঁধা সমাধান করেন তাহলে ক্লান্তি একঘেয়েমি কেটে আলাদা এনার্জি আসে। শুধু তাই নয়, মাথার মধ্যেকারের কোষগুলি আরও বেশি করে সক্রিয় হয়, ফলে বুদ্ধি আরও বেড়ে যায়। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এটা বুদ্ধির বিকাশেও সাহায্য করে।

আরও পড়ুনঃ হার মেনেছে ৯৯% লোকে! ১০ সেকেন্ডে যদি ছবিতে লুকোনো কাঠবেড়ালি খুঁজে পারেন আপনি জিনিয়াস

Optical Illusion Is this cat going up or coming down 99% failed to answer

কিন্তু বর্তমানে প্রশ্ন হল আপনি কি উত্তরটা খুঁজে পেলেন? বুঝতে পারলেন বিড়ালটি ওপরের দিকে উঠছে নাকি সিঁড়ি বেয়ে নিচে নামছে? যদি আপনি উত্তর পেয়ে গিয়েছেন তাহলে দারুন ব্যাপার। আপনাকে অভিনন্দন আর আপনি যে একজন জিনিয়াস সেটা প্রমাণ করে দিলেন। এবার যারা পারেননি তাদের জন্য সমাধান নিচে দেওয়া রইল।

Optical Illusion Is this cat going up or coming down 99% failed to answer

বিড়ালটি আসলে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। এবার প্রশ্ন হল কিভাবে বুঝবেন? এর উত্তর হল ভালো করে যদি ছবিটি লক্ষ্য করেন তাহলে দেখবেন সিঁড়ির ধারের বিট গুলি ছবিতে দেখা যাচ্ছে। এটা তখনই সম্ভব যখন নিচের দিক থেকে ওপরের দিকে তাকিয়ে ছবি তোলা হবে। অর্থাৎ বিড়ালটি নিচের দিকে নামছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥