• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একঝাঁক বাদুড়ের মাঝে লুকিয়ে কালো বিড়াল, ৯৯% লোকে পারে না! দেখুন তো আপনি খুঁজে পান কি না?

সোশ্যাল মিডিয়া খুললেই এখন নিত্যনতুন অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ভাইরাল হতে দেখা যায়। এগুলিকে অবশ্য ‘চোখের ধাঁধা’ কিংবা ‘চোখের প্রতারণা’ বললেও খুব একটা ভুল হয় না। কারণ এই ছবিগুলি এমনভাবে ডিজাইন করা হয় যাতে চোখের সামনে থাকা জিনিসও চট করে চোখে পড়ে না। আজ আপনার জন্য এমনই একটি ধাঁধা নিয়ে এসেছি আমরা।

বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত চোখের ধাঁধা সমাধান করার একাধিক গুণাগুণ রয়েছে। এর মাধ্যমে যে কোনও মানুষের আইকিউ লেভেল (IQ Level) যাচাই করে নেওয়া যায়। সেই সঙ্গেই দৃষ্টির প্রখরতা কতখানি সেটাও অনুধাবন করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ আপনার জন্য কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

   

Optical illusion can you find the black cat among the bats in the Halloween picture within 15 seconds

এখন সোশ্যাল মিডিয়া (Social Media) খুলে বসলেই নানান রকম অপটিক্যাল ইলিউশন চোখে পড়ে। আজকের ধাঁধাটিও সম্প্রতি সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেই ছবিতে একাধিক বাদুড় দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি হ্যালোইনের (Halloween) দু’টি কুমড়োও রয়েছে।

আরও পড়ুনঃ দেখতে এক হলেও আছে ৩টি পার্থক্য, ১৫ সেকেন্ডে খুঁজতে পারলে আপনি সত্যিই জিনিয়াস

তবে এসবের মাঝেই ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে একটি কালো বিড়াল (Cat)। বাদুড়গুলির (Bats) রঙও কালো হওয়ায় সেটিকে চট করে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে একটু ভালো করে দেখলেই সেই বিড়ালটি কিন্তু চোখে পড়ছে। আপনাকে ১৫ সেকেন্ড সময় দেওয়া হল, দেখুন তো বাদুড়দের ভিড়ে লুকিয়ে থাকা বিড়ালটি খুঁজে পান কিনা।

আরও পড়ুনঃ ১০০ জেনে পারে মাত্র ১ জন! ১০ সেকেন্ডে ছবিতে লুকোনো প্রজাপতি খুঁজতে পারলে ধন্য আপনার নজর

Optical illusion can you find the black cat among the bats in the Halloween picture within 15 seconds

দাবি করা হয়েছে, ভাইরাল এই চোখের ধাঁধা সমাধান করার চেষ্টা করেছিলেন বহু মানুষ। তবে শেষ পর্যন্ত সফল হয়েছেন হাতেগোনা কয়েকজনই। আর তাঁরা আদায় করে নিয়েছেন ‘জিনিয়াস’ তকমা। সময় শেষ। এবার উত্তর দেওয়ার পালা। ১৫ সেকেন্ডে বাদুড়দের ভিড়ে লুকিয়ে থাকা বিড়াল কি আপনি খুঁজে পেলেন?

Optical illusion can you find the black cat among the bats in the Halloween picture within 15 seconds

আপনার জবাব যদি ‘হ্যাঁ’ হয় তাহলে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তবে জবাব ‘না’ হলেও নিরাশ হবেন না। কারণ আমরা বলে দিচ্ছি বিড়ালটি কোথায় লুকিয়ে আছে। ছবিটির বামদিকের নীচের একদম কোণায় দেখুন কালো বিড়ালটি রয়েছে। আপাতদৃষ্টিতে সেটিকে দেখলে একটি বাদুড় মনে হলেও ভালো করে দেখলে দেখতে পাবেন সেটির ডানা নেই এবং মুখে গোঁফ রয়েছে। আশা করি এবার আপনি বাদুড়দের ভিড়ে লুকিয়ে থাকা কালো বিড়াল খুঁজে পেয়েছেন।