সকাল থেকে রাত সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত বাচ্চা বুড়ো সকলেই। আর নেটপাড়ায় প্রতিদিন নিত্যনতুন অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ভাইরাল হতে দেখা যায়। এগুলিকে অবশ্য ‘চোখের ধাঁধা’ কিংবা ‘চোখের প্রতারণা’ বললেও খুব একটা ভুল হয় না। কারণ এই ছবিগুলি এমনভাবে ডিজাইন করা হয় যাতে চোখের সামনে থাকা জিনিসটাকেও খুঁজতে গিয়ে কাল ঘাম ছুটে যায়! আজ আপনার জন্য এমনই একটি ধাঁধা নিয়ে এসেছি আমরা।
বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত চোখের ধাঁধা সমাধান করার একাধিক গুণাগুণ রয়েছে। এর মাধ্যমে যে কোনও মানুষের আইকিউ লেভেল (IQ Level) যাচাই করে নেওয়া যায়। সেই সঙ্গেই দৃষ্টির প্রখরতা কতখানি সেটাও অনুধাবন করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ আপনার জন্য কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।
আগেই বলেছি নেটপাড়ায় হামেশাই নানা ধরণের ধাঁধা থেকে শুরু করে চোখ পরীক্ষা করার মত কুইজ ভাইরাল হতে দেখা যায়। আজকেও এমনই একটি ছবি নিয়ে রীতিমত ধন্ধে পরে গিয়েছে নেটিজেনরা। ছবিতে দেখা যাচ্ছে কোনো এক জঙ্গলের গাছের ছবি। কিন্তু এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে এক কাঠবেড়ালি।
আরও পড়ুনঃ একঝাঁক বাদুড়ের মাঝে লুকিয়ে কালো বিড়াল, ৯৯% লোকে পারে না! দেখুন তো আপনি খুঁজে পান কি না?
হ্যাঁ ঠিক শুনেছেন, গাছের পাতার মাঝেই রয়েছে এক কাঠবেড়ালি। কিন্তু ছবিতে তাঁকে খুঁজে পেতে গিয়ে মাথাই নষ্ট হয়ে গিয়েছে অনেকের। আসলে সবুজ হলুদ গাছের পাতা সাথে গাছের গুঁড়ির বাদামি রং সব মিশে গিয়েছে। তাই এত সহজ কাজটাও অনেকেই করতে পারছেন না। আর যারা পারবেন তাদের নজর যে তীক্ষ সেটা প্রমাণ হয়ে যাবে।
আরও পড়ুনঃ দেখতে এক হলেও আছে ৩টি পার্থক্য, ১৫ সেকেন্ডে খুঁজতে পারলে আপনি সত্যিই জিনিয়াস
কি খুঁজে পেলেন? যদি পেয়ে গিয়ে থাকেন তোলে আপনার নজর ঠিক তো আছেই, সাথে তীক্ষও বটে। তবে যদি আপনি এখনো খুঁজে না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল হিন্ট। লাল রঙের গোল করে দেওয়া অংশটায় দেখুন তাহলেই ছবিতে লুকোনো কাঠবিড়ালিকে দেখতে পেয়ে যাবেন।
আসলে এমন ধরণের ছবি মানুষের নজরের পরীক্ষার করার জন্যই ভাইরাল হয়। তাই আপনিও যদি নিয়মিত এই ধরণের ধাঁধার সমাধান করতে ভালোবাসেন। অবশ্যই বংট্রেন্ডকে ফলো করুন।