• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দম থাকলে খুঁজে দেখান! ব্যাঙ নাকি ঘোড়া? এই চোখের ধাঁধাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন

Published on:

Optical illusion,Frog,Horse,Picture,Personality,Offbeat,Offbeat news,Viral,Viral news,অপটিক্যাল ইলিউশন,চোখের ধাঁধা,ঘোড়া,ব্যাঙ,ছবি,ব্যক্তিত্ব,অফবিট,অফবিট সংবাদ,ভাইরাল,ভাইরাল সংবাদ,Frog horse optical illusion,ব্যাঙ ঘোড়া অপটিক্যাল ইলিউশন,ব্যাঙ ঘোড়া চোখের ধাঁধা

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion( বা চোখের ধাঁধা এমন একটি জিনিস যা মানুষের মস্তিষ্কে এক প্রকারের বিভ্রমের সৃষ্টি করে। সোশ্যাল মিডিয়ায় প্রায়শয়ই নানা ধরণের চোখের ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। আপাত দৃষ্টিতে আর পাঁচটি সাধারণ ছবির মতো দেখতে হলেও অপটিক্যাল ইলিউশনগুলির আলাদা বিশেষত্ব থাকে। সেগুলিই একে বাকিদের থেকে আলাদা করে তোলে।

বিশেষজ্ঞরা বলেন, চোখের ধাঁধা যদি নিয়মিত সমাধান করা হয় তাহলে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি এটি চোখের একটি ভালো ব্যায়ামও বটে। এমন অনেক মানুষ রয়েছেন যারা নিয়মিত চোখের ধাঁধা সমাধান করতে ভালোবাসেন। তবে আজ যে অপটিক্যাল ইলিউশনটি নিয়ে আসা হয়েছে সেখানে সমাধান করার মতো কোনও বিষয় নেই। বরং এক ঝলক দেখে এই ছবিতে আপনি কি দেখতে পাচ্ছেন শুধু সেটুকু বললেই হবে। তাহলে জেনে নেওয়া যাবে আপনার ব্যক্তিত্ব (Personality) কেমন।

Optical illusion, Frog horse optical illusion

বলা হচ্ছে, ওপরের ছবিটি এক ঝলক দেখে আপনাকে বলতে হবে আপনি প্রথমে কি দেখতে পেয়েছেন, ব্যাঙ (Frog) নাকি ঘোড়া (Horse)? আপনি যে প্রাণীটি দেখতে পাবেন সেটিই বলে দেখে আপনার ব্যক্তিত্ব কেমন। তাহলে বলে ফেলুন কী দেখতে পাচ্ছেন আপনি?

অপটিক্যাল ইলিউশনটির দিকে তাকানো মাত্রই আপনি যদি ঘোড়ার মুখ দেখতে পান তাহলে আপনি এমন একজন মানুষ যার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে। সেই সঙ্গেই আপনি একজন ফ্রি স্পিরিটেড মানুষ। এই দুই বৈশিষ্ট্যই আপনাকে জীবনের সকল বাধা অতিক্রম করতে সাহায্য করে। পাশাপাশি ঘোড়া শক্তিরও প্রতীক। আপনি যদি প্রথম ঘোড়া দেখতে পান তাহলে এর মানে হল, আপনি খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও দেখতে পারেন। সেই জন্য আপনার কাছে আপনার চাহিদা পূরণ করা খুব সহজ হয়ে যায়। এছাড়া ঘোড়া, স্বাধীনতা, জেদ এবং সহ্যশক্তির প্রতীক।

আরও পড়ুনঃ চাকা স্থির নাকি ঘুরছে? এক নিমেষে আপনার মানসিক অবস্থা জানিয়ে দেবে এই ছবি

Optical illusion, Frog horse optical illusion

অপরদিকে আপনি যদি এক ঝলক তাকিয়েই প্রথমে ব্যাঙ দেখতে পান তাহলে আপনার ব্যক্তিত্ব কিন্তু সম্পূর্ণ আলাদা। মিশরীয় সভ্যতায় ব্যাঙকে জলের প্রতীক মনে করা হতো। আপনি যদি প্রথমে ব্যাঙ দেখতে পান, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি জীবনের কোনও একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ ১০ জনের মধ্যে পারে মাত্র ১ জন! গরুর পালের মধ্যে লুকিয়ে ভাল্লুক, শুধু তীক্ষ্ণ দৃষ্টির লোকই খুঁজে পাবে

Optical illusion, Frog horse optical illusion

শুধু এটুকুই নয়, ব্যাঙ দেখতে পেলেও আপনার মধ্যে আরও বেশ কিছু এমন চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে বাকিদের থেকে আলাদা করে তোলে। বলা হয়, প্রথম দৃষ্টিতেই ব্যাঙ দেখার অর্থ হল, আপনি পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। পাশাপাশি অপ্রীতিকর কোনও পরিস্থিতিও সামলে নেওয়ার, মানিয়ে নেওয়ার শক্তি আপনার মধ্যে রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥