মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। এই ধরণের ধাঁধা সমাধান করতে আমরা অনেকেই বেশ পছন্দও করি। বহু মানুষ আছেন যারা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখে। আমরাও আজ আপনার জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি। এই ধাঁধায় গরুর (Cow) পালের মধ্যে লুকিয়ে রয়েছে একটি ভাল্লুক (Bear)।
আজকের চোখের ধাঁধার ছবিটি একটি তৃণভূমি এলাকার। এখানে অনেক গরু দেখা যাচ্ছে। তবে এই গরুর পালের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে একটি ভাল্লুক। শুধুমাত্র তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিরাই সেই ভাল্লুকটিকে খুঁজে পাবেন। অনেকেই এই ধাঁধা সমাধান করতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছেন। হাতেগোনা কিছু মানুষই এটি সম্পূর্ণ করতে পেরেছেন।
দাবি করা হয়েছে, একশোজনের মধ্যে মাত্র ৫ জন ব্যক্তিই এই চোখের ধাঁধা সমাধান করতে পেরেছেন। বাকিরা হাজার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। অনেকক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকেও রহস্যটা বুঝতে পারেননি। তবে যারা ধাঁধা সমাধান করে ভাল্লুকটিকে খুঁজে পেয়েছেন তাঁদের দৃষ্টিশক্তি যে সত্যিই ভালো তা মেনে নিতে হবে।
আপনি যদি ভাল্লুকটিকে খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনার দৃষ্টিশক্তিও বেশ তীক্ষ্ণ। তবে যদি না খুঁজে পেয়ে থাকেন তাহলে হতাশ হওয়ার কিছু নেই। কারণ সেই ভাল্লুকটি কোথায় রয়েছে সেটা আমরা আপনাদের জন্য হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি।
গরুর পালের একেবারে শেষের দিকে ভাল্লুকটি রয়েছে। বাদামি রঙের গরুর পালের মধ্যে একই রঙের ভাল্লুকটিকে খুঁজে পাওয়া একটু কঠিন বটে, তবে ঠাণ্ডা মাথায় ভালো করে দেখলে আপনি ঠিক সেটিকে খুঁজে পাবেন।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এমন কঠিন ধাঁধা সমাধান করা হলে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে ওঠেন। এতে মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি আরও সক্রিয় হয়ে ওঠে। পাশাপাশি কোনও মানুষের আইকিউ লেভেল পরীক্ষা করারও এটি একটি ভালো উপায়।