• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চাকা স্থির নাকি ঘুরছে? এক নিমেষে আপনার মানসিক অবস্থা জানিয়ে দেবে এই ছবি

অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) অথবা চোখের ধাঁধা হল একপ্রকার দৃষ্টি বিভ্রম। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান রকমের অপটিক্যাল ইলিউশন ভাইরাল হতে দেখি আমরা। কখনও কোনও সংখ্যা খুঁজতে বলা হয়, কখনও আবার কোনও বস্তু বা প্রাণী। মস্তিষ্কের তীক্ষ্ণতা অথবা আইকিউ লেভেল পরীক্ষা করার খুব ভালো উপায় হল এই চোখের ধাঁধা।

তবে আপনি কি জানেন, এই অপটিক্যাল ইলিউশন সমাধান করলে একজন মানুষের চারিত্রিক নানান দোষ-গুণ এমনকি চারিত্রিক বৈশিষ্ট্যও খুব ভালো ভাবে বোঝা যায়। সম্প্রতি যেমন নেটদুনিয়ায় একটি অপটিক্যাল ইলিউশনের ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। সেটি সমাধান করলে যে কোনও মানুষের মানসিক অবস্থা কেমন তা বুঝে নেওয়া যায়।

   

Optical illusion, Circle Optical illusion

গত ২৭ জুন, ২০২৩ তারিখে এই চোখের ধাঁধা সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছিল। এরপর থেকেই এই ছবি ঘিরে ঝড় উঠেছে নেটপাড়ায়। এক এক জন মানুষ এক একরকম মত প্রকাশ করছেন ছবিটি ঘিরে। চর্চা-আলোচনা থামার নামই নিচ্ছে না।

নেটদুনিয়ায় ঝড় তোলা এই অপটিক্যাল ইলিউশনটি তৈরি করেছেন আকিয়োশি কিতাওকা নামের একজন জাপানি শিল্পী। ইতিমধ্যেই সেটি ৯৯৯০০ ভিউজ এবং ৪০০ লাইক পেয়েছে। কারণ, এই ছবির দিকেই তাকিয়েই যে কোনও মানুষের মানসিক অবস্থা বুঝে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক সেই বিস্ময়কর ছবি।

Optical illusion, Circle Optical illusion

জাপানি শিল্পী আকিয়োশি কিতাওকার তৈরি এই অপটিক্যাল ইলিউশনে সাদা রঙের ব্যাকগ্রাউন্ডের ওপর সবুজ, নীল, কালো এবং সাদা রঙের বেশ কিছু চাকা (Circle) দেখা যাচ্ছে। এবার ঠাণ্ডা মাথায় এই চাকাগুলোর দিকে কিছুক্ষণ তাকাতে বলছেন বিশেষজ্ঞরা।

কি দেখলেন? চাকাগুলি স্থির (Static) নাকি ঘুরছে (Motion)? সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলেছেন তাঁরা চাকাগুলি ঘুরতে দেখছেন, কেউ আবার বলছেন সেগুলি স্থির। আপনি কোনটা দেখলেন? কারণ সেটা থেকেই জানা যাবে আপনার মানসিক অবস্থা। বলা হয়েছে, মন যদি শান্ত, স্থির থাকে তাহলে চাকাও স্থির দেখবে সেই ব্যক্তি। কিন্তু মনের মধ্যে যদি উত্তেজনা থাকে তাহলে তিনি দেখবেন চাকাগুলি ঘুরছে। আপনি কি দেখলেন শুনি?

site