• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পারলে জিনিয়াস না পারলে বোকা! দেখুন তো ৫ সেকেন্ডে ছবিতে লুকোনো পাখি খুঁজে পান কি না ?

যতদিন যাচ্ছে ততই টেকনোলজি আর সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ছে। এই নেটপাড়ায় প্রতিদিন হাজারো ছবি পোস্ট হয়, যার মধ্যে কিছু অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion)। এই ছবি মানুষের সাধারণ বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ (Challenge) করে। আর নেটিজেনরাও কিন্তু সমাধান করতে বেশ মজা পান।

আজকের প্রতিবেদনে এমনই একটি চোখের ধাঁধা বা চ্যালেঞ্জ রইল সমস্ত দর্শকদের জন্য। নিচে একটি ছবি রয়েছে। যেখানে একটি টেবিল ও ফুলদানি সহ গাছ দেখা যাচ্ছে। এবার আপনাকে বলতে হবে ছবিটির মধ্যে লুকিয়ে থাকা পাখিটি কোথায় লুকিয়ে রয়েছে? এটাই হল আজকের চ্যালেঞ্জ।

   

Optical Illusion find the bird hidden in picture within 5 second

আসলে বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তি যদি নিয়মিত এমন ধরণের ধাঁধা সমাধান করেন তাহলে ক্লান্তি একঘেয়েমি কেটে আলাদা এনার্জি আসে। শুধু তাই নয়, মাথার মধ্যেকারের কোষগুলি আরও বেশি করে সক্রিয় হয়, ফলে বুদ্ধি আরও বেড়ে যায়। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এটা বুদ্ধির বিকাশেও সাহায্য করে।

আরও পড়ুনঃ হার মেনেছে ৯৯% লোকে! ১০ সেকেন্ডে যদি ছবিতে লুকোনো কাঠবেড়ালি খুঁজে পারেন আপনি জিনিয়াস

এবার প্রশ্নে ফেরা যাক, ছবির মধ্যে থাকা টেবিলের ওপরে বেশ কিছু জিনিস রয়েছে অন্যদিকে টেবিলের পাশেই রৌয়েছে একটি বড় ফুলদানি। যেখানে গাছ রয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তাহলে পাখি লুকিয়ে কোথায়? শুধু আপনি নয়, অনেকেই এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশ মুশকিলে পড়েছে।

আরও পড়ুনঃ ৯৯% লোকে ভুল উত্তর দিয়েছে! বিড়ালটি সিঁড়িতে উঠছে না নামছে? বলতে পারলে আপনি ১০০% জিনিয়াস

Optical Illusion find the bird hidden in picture within 5 second

মনে করা হয়, যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তার বুদ্ধিমত্তা ও নজর বাকিদের থেকে অনেকটাই বেশি। কারণ এমন একটা ছবির মধ্যে লুকোনো পাখি খুঁজে পাওয়াটা তাও আবার ৫ সেকেন্ডের মধ্যে কিন্তু বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। কি? খুঁজে পেলেন? আপনি যদি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে কংগ্রাচুলেশন। তবে চিন্তা নেই খুঁজে না পেলে আমরাই উত্তর জানিয়ে দিচ্ছি।

Optical Illusion find the bird hidden in picture within 5 second Solution

আসলে ছবিটি ইচ্ছে করেই এমনভাবে তৈরী করা হয়েছে যাতে ম অনুষ সহজে পাখিটিকে খুঁজে না পায়। তবে আপনি যদি খুঁজে না পেয়ে থাকেন তাহলে উত্তর হল টেবিল আর ফুলদানির ঠিক মাঝে। বোঝার সুবিধার জন্য ওই জায়গাটিকে লাল রঙের মার্কিং করে দেওয়া হল।