মানুষের একঘেয়েমি দূর করায় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধাগুলির জুড়ি মেলা ভার। এগুলিকে ‘চোখের প্রতারণা’ বললেও অবশ্য খুব একটা ভুল হয় না। কারণ এই ছবিগুলি একপ্রকার দৃষ্টি বিভ্রম তৈরি করে। যে কারণে চোখের সামনে থাকা জিনিসও মানুষ চট করে দেখতে পায় না।
আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি আমরা। সম্প্রতি এই অপটিক্যাল ইলিউশনটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। ভাইরাল সেই ছবিতে, অনেকগুলি রঙ-বেরঙের গোলাপ (Roses) দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই হাজার গোলাপের মাঝেই রয়েছে একটি লিলি ফুলও (Lily Flower)। সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।
ভাইরাল (Viral) এই চোখের ধাঁধা সমাধান করার জন্য খুব বেশি সময় দেওয়া হয়নি। আপনার কাছে মাত্র ১১ সেকেন্ড রয়েছে। দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে এই ধাঁধা সমাধান করতে ব্যর্থ হয়েছেন প্রায় ৯৯% মানুষ। হাতেগোনা কয়েকজন ছাড়া শেষ অবধি নতিস্বীকার করেছেন সবাই। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।
আরও পড়ুনঃ বাজপাখির মত নজর থাকলে তবেই পাবে খুঁজে, ৯ সেকেন্ডে কুমির খুঁজতে পারলে আপনি জিনিয়াস
আপনার সময় শুরু হল এখন। প্রথমে একবার ঠাণ্ডা মাথায় ছবিটির দিকে চোখ বুলিয়ে দিন। এরপর আস্তে আস্তে উপর থেকে নীচ এবং ডানদিক থেকে বামদিক সবটা ভালো করে দেখে নিন। শান্ত মাথায় খুটিয়ে দেখলে নিশ্চয়ই ১১ সেকেন্ডের মধ্যে গোলাপের ভিড়ে লুকিয়ে থাকা লিলি ফুল খুঁজে পেয়ে যাবেন। সময় শেষ! এবার বলুন তো লিলি ফুলটি খুঁজে পেলেন কিনা?
আরও পড়ুনঃ পাশাপাশি দু’টি ঘোড়ার মধ্যেই রয়েছে ৩টি পার্থক্য! দম থাকলে ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে দেখান তো
আপনি যদি ১১ সেকেন্ডের মধ্যে চ্যালেঞ্জটি সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনার জন্য রইল শুভেচ্ছা। সেই সঙ্গেই এও বলতে হয়, আপনি সত্যিই একজন জিনিয়াস। তবে না পারলেও হতাশ হবেন না। কারণ আমরা আপনাকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি লিলি ফুলটি কোথায় আছে।
প্রথমে একবার ভালো করে পুরো ছবিটি দেখুন। এরপর মাঝবরাবর ছবিটিকে ভাগ করে শুধুমাত্র ডানদিকের অংশ খুটিয়ে দেখুন। আশা করি এবার আপনি পেয়ে যাবেন। কিন্তু এখনও না পেয়ে থাকলে আমাদের হাইলাইট করে দেওয়া লাল বৃত্তের দিকে তাকান, দেখবেন সেখানেই রয়েছে লিলি ফুলটি।