• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাজপাখির মত নজর থাকলে তবেই পাবে খুঁজে, ৯ সেকেন্ডে কুমির খুঁজতে পারলে আপনি জিনিয়াস

Updated on:

Optical illusion can you spot a crocodile in the pond within 9 seconds

অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধাগুলি একপ্রকার দৃষ্টি বিভ্রম তৈরি করে। যে কারণে চোখের সামনে থাকা জিনিসও সহজে খুঁজে পাওয়া যায় না। এক ঝলক দেখলে আর পাঁচটি সাধারণ ছবির মতো লাগলেও আসলে এগুলির মধ্যে লুকিয়ে থাকে নানান রকম রহস্য। আর সেই রহস্য সমাধান করলেই পাওয়া যায় ‘জিনিয়াস’ তকমা।

সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি চোখের ধাঁধা ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেই ছবিতে একটি পুকুর দেখতে পাওয়া যাচ্ছে। পুকুরের মধ্যে গজিয়েছে নানান রকম ছোট ছোট গাছ। সেই সঙ্গেই রয়েছে বেশ কিছু বড় গাছের ডাল। কিন্তু আসল চমক রয়েছে অন্য জায়গায়। কারণ জঙ্গলের মধ্যে থাকা এই পুকুরে (Pond) গাছের এবং গাছের ডালের পাশাপাশি রয়েছে একটি কুমিরও। সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।

Optical Illusion, Optical Illusion crocodile in a pond

ভাইরাল এই অপটিক্যাল ইলিউশন সমাধান করার জন্য ঠিক ৯ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। সেই সঙ্গেই বলা হয়েছে, এই ধাঁধার মধ্যে কুমির (Crocodile) খুঁজতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছে অনেকের। হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই শেষ পর্যন্ত হার স্বীকার করতে বাধ্য হয়েছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।

আরও পড়ুনঃ পাশাপাশি দু’টি ঘোড়ার মধ্যেই রয়েছে ৩টি পার্থক্য! দম থাকলে ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে দেখান তো

আপনার সময় শুরু হল এখন। প্রথমে ভালো করে ঠাণ্ডা মাথায় ছবিটি একবার দেখে নিন। এরপর কুমির খোঁজা শুরু করুন। মনে রাখবেন, তাড়াহুড়ো করলে কিন্তু পাবেন না। বরং শান্ত মাথায় ধাঁধা সমাধান করার চেষ্টা করতে হবে। সময় শেষ! এবার বলুন ৯ সেকেন্ডের মধ্যে কুমিরটিকে কি খুঁজে পেলেন আপনি?

আরও পড়ুনঃ রেস্তোরায় খাওয়ার পর মানিব্যাগ হাওয়া, দম থাকলে দেখুন তো ১০ সেকেন্ডে খুঁজতে পারেন কি না?

Optical Illusion, Optical Illusion crocodile in a pond

জবাব যদি ‘হ্যাঁ’ হয় তাহলে আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা। আর উত্তর ‘না’ হলেও নিরাশ হবেন না। কারণ আমরা বলে দিচ্ছি পুকুরের মধ্যে কোথায় কুমিরটি লুকিয়ে রয়েছে। ছবিটি ভালো করে দেখুন, একটি বড় গাছের ডাল দেখতে পাবেন। সেই গাছের ডালের কিছুটা অংশ আবার জলে ডুবে রয়েছে। ঠিক সেখান থেকেই মুখ বাড়িয়ে রয়েছে কুমিরটি। আশা করি আপনি এবার দেখতে পেয়েছেন!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥