• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাশাপাশি দু’টি ঘোড়ার মধ্যেই রয়েছে ৩টি পার্থক্য! দম থাকলে ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে দেখান তো

আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায় রোজই মজার মজার ব্রেন টিজার (Brain Teaser) ভাইরাল হতে দেখা যায়। এই ধাঁধাগুলি সমাধান করতে যেমন মজা লাগে, তেমনই বেশ আকর্ষণীয়ও। সেই জন্যই আস্তে আস্তে ১৩ থেকে ৮৩, সবার বেশ পছন্দের হয়ে উঠছে এগুলি। কখনও এর মধ্যে লুকিয়ে থাকা কোনও জিনিস, কখনও আবার পার্থক্য (Difference) খুঁজে বের করতে হয়।

আজকের প্রতিবেদনেও আপনার জন্য এমনই একটি মজার ব্রেন টিজার নিয়ে এসেছি আমরা। সম্প্রতি এই ধাঁধা সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি দু’টি ঘোড়া (Horse) দাঁড়িয়ে রয়েছে। এক ঝলক দেখলে মনে হবে ছবি দু’টি এক। কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন দু’টি ছবির মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য।

   

Brain teaser, Brain teaser horse, Brain teaser difference between the horses

ভাইরাল (Viral) এই ব্রেন টিজার সমাধান করার জন্য ১০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, হাতেগোনা কয়েকজন ব্যক্তি ছাড়া বাকি সবাই এই ধাঁধা সমাধান করতে ব্যর্থ হয়েছে। তবে যারা পার্থক্যগুলি খুঁজে পেয়েছেন তাঁরা আদায় করে নিয়েছেন ‘জিনিয়াস’ তকমা। আশা করি, আপনি এই চ্যালেঞ্জটি সমাধান করার জন্য প্রস্তুত?

আপনার সময় শুরু হল এখন। প্রথমে দু’টি ছবি ভালো করে পর্যবেক্ষণ করুন। এরপর ঠাণ্ডা মাথায় দুই ছবির মধ্যেকার পার্থক্যগুলি খুঁজে বের করার চেষ্টা করুন। আসলে এই ধরণের ব্রেন টিজারগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে দৃষ্টি বিভ্রম হয়। প্রখর দৃষ্টিশক্তি ছাড়া তাই এগুলি সমাধান করা ভীষণ কঠিন।

Brain teaser, Brain teaser horse, Brain teaser difference between the horses

যাই হোক সময় কিন্তু শেষ হতে চলেছে। আপনি কি ৩টি পার্থক্য খুঁজে পেয়েছেন? উত্তর যদি ‘না’ হয় তাহলে আমরা হাইলাইট করে দিচ্ছি, ঝটপট দেখে নিন। আর উত্তর ‘হ্যাঁ’ হলে একবার মিলিয়ে নিন আপনার খোঁজা পার্থক্যগুলি ঠিক কিনা।

Brain teaser, Brain teaser horse, Brain teaser difference between the horses

প্রথমের পার্থক্যটি রয়েছে ঘোড়াটির লেজে। একটি ঘোড়ার লেজ একটু পাতলা এবং দ্বিতীয় ঘোড়ার লেজ বেশ মোটা। দ্বিতীয়টি রয়েছে তার মুখের হাসিতে এবং তৃতীয়টি রয়েছে বেড়ার মধ্যে। আশা করি পরবর্তী চ্যালেঞ্জগুলিতে আপনি নিজেই নির্ধারিত সময়ের মধ্যে সকল পার্থক্য খুঁজে বের করতে পারবেন।