• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাথার চুল ছিড়েও খুঁজে পায় না লোকে! জিনিয়াস হলে ১১ সেকেন্ডে ছবিতে লুকোনো আইসক্রিম খুঁজে দেখান

সোশ্যাল মিডিয়া খুললেই আজকার নানান মজার মজার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা দেখা যায়। এগুলিকে অবশ্য ‘চোখের প্রতারণা’ বললেও খুব একটা ভুল হয় না। কারণ এগুলি এমনভাবে ডিজাইন করা হয় যাতে চোখের সামনে থাকা জিনিসও সহজে খুঁজে পাওয়া যায় না। আজ আপনার জন্য এমনই একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

আজকের প্রতিবেদনে যে ধাঁধাটি নিয়ে আসা হয়েছে সেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল (Viral) সেই ছবিতে পিকনিকের (Picnic) দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। জঙ্গলের মাঝে শতরঞ্চি বিছিয়ে পিকনিকে মেতে উঠেছে একটি পরিবার। চারিদিকে সাজানো রয়েছে খাবার। তবে এখানেই রয়েছে একটি সমস্যাও।

   

Optical illusion, Optical illusion find the ice cream

ছবিটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন, বাবা-মা এবং মেয়ে পিকনিক উপভোগ করলেও ছোট ছেলেটি কিন্তু কিছু একটা খুঁজছে। ঝুড়ির ভেতর হাত ঢুকিয়ে মনোযোগ সহকারে কিছু একটা খোঁজার চেষ্টা করছে সে। আমরা বলে দিচ্ছি, সে কী খুঁজছে। আসলে ছেলেটির আইসক্রিম (Ice Cream) হারিয়ে গিয়েছে। সেটাকেই অনেকক্ষণ করে খোঁজার চেষ্টা করছে সে। দেখুন তো আপনি খুঁজতে পারেন কিনা।

আরও পড়ুনঃ শুধুমাত্র জিনিয়াসরাই পারে! ছবিতে কোন মহিলা গর্ভবতী নন? দেখুন তো ৫ সেকেন্ডে বলতে পারেন কি না

ভাইরাল এই চোখের ধাঁধা সমাধান করার জন্য ঘড়ি ধরে ১১ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই দাবি করা হয়েছে, হাতেগোনা কয়েকজন মানুষ ছাড়া এই ধাঁধা সমাধান করতে ব্যর্থ হয়েছে প্রত্যেকে। তবে যারা ১১ সেকেন্ডের মধ্যে আইসক্রিমটি খুঁজে বের করতে পেরেছেন তাঁরা আদায় করে নিয়েছেন জিনিয়াস তকমা। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।

আরও পড়ুনঃ চশমা পরেও খুঁজে পায় না কেউ! একই দেখতে দুই ছবির মধ্যে ১০টি পার্থক্য খুঁজতে পারলে আপনি জিনিয়াস

Optical illusion, Optical illusion find the ice cream

আপনি যদি ১১ সেকেন্ডের মধ্যে ছেলেটির হারিয়ে যাওয়া আইসক্রিমটি খুঁজে পেয়ে যান তাহলে মানতে হবে আপনি একজন জিনিয়াস। তবে না পেলেও চিন্তা করবেন না। কারণ আমরা বলে দিচ্ছি সেই আইসক্রিম কোথায় আছে।

ছবিটি ভালো করে দেখলে আপনি ডানদিকে একটি খাবারের ঝুড়ি দেখতে পাবেন। সেই খাবারের ঝুড়ির পাশেই নীল ঢাকনা দেওয়া একটা বোতল রয়েছে। সেই বোতলের পাশেই দেখুন আইসক্রিম কোণটা রয়েছে। আশা করি এবার আপনি দেখতে পেয়েছেন?