• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুমাত্র জিনিয়াসরাই পারে! ছবিতে কোন মহিলা গর্ভবতী নন? দেখুন তো ৫ সেকেন্ডে বলতে পারেন কি না

Published on:

Optical illusion only a smart brain can spot which woman is not pregnant

নামের পাশে যতই বড় ডিগ্রিই থাকুক না কেন, উপস্থিত বুদ্ধি না থাকলে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান করা ভীষণ মুশকিল। বহু জ্ঞানী মানুষও এই ধাঁধা সমাধান করতে গিয়ে নাকানিচোবানি খেয়ে যান। আজ আমরা তাই একটি চোখের ধাঁধা মাধ্যমে আপনার উপস্থিত বুদ্ধি তথা আইকিউ লেভেলের (IQ Level) পরীক্ষা করে দেখব।

আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই নানান রকম মজার মজার ধাঁধা চোখে পড়ে। এমন অনেক মানুষ আছেন যারা এগুলি নিয়মিত সমাধান করতে ভীষণ ভালোবাসেন। অনেকে আবার এটিকে চ্যালেঞ্জের মতো করেও দেখেন। চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আজ কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

Optical illusion, Optical illusion which woman is not pregnant

আজ আপনার স্ক্রিনে যে অপটিক্যাল ইলিউশনটি ফুটে উঠেছে তা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেই ছবিতে তিনজন গর্ভবতী (Pregnant) মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তিনজনেই একটি পার্টিতে এসেছেন। তবে টুইস্ট রয়েছে অন্য জায়গায়। এই তিন মহিলার (Woman) মধ্যে একজন গর্ভবতী নন, অর্থাৎ তিনি প্রেগন্যান্ট হওয়ার নাটক করছেন।

আরও পড়ুনঃ চশমা পরেও খুঁজে পায় না কেউ! একই দেখতে দুই ছবির মধ্যে ১০টি পার্থক্য খুঁজতে পারলে আপনি জিনিয়াস

উপস্থিত বুদ্ধির মাধ্যমে আপনাকে বলতে হবে, ছবিতে থাকা কোন মহিলা আসলে গর্ভবতী নন। মাত্র ৫ সেকেন্ডের মধ্যে আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। আর সেটা করতে পারলেই কেল্লাফতে! আপনি আদায় করে নেবেন ‘জিনিয়াস’ তকমা। তাহলে আর দেরি না করে চেষ্টা করে দেখুন তো ধাঁধাটি সমাধান করতে পারেন কিনা।

আরও পড়ুনঃ দেখে এক মনে হলেও আছে বিস্তর ফারাক! দেখুন তো ১০ সেকেন্ডে ৩টে পার্থক্য খুঁজে পান কি না?

Optical illusion, Optical illusion which woman is not pregnant

প্রথমে একবার ঠাণ্ডা মাথায় ছবিটি দেখুন। ভাইরাল এই চোখের ধাঁধায় যে তিনজন মহিলাকে দেখা যাচ্ছে তাদের মধ্যে একজন পানীয়ের গ্লাস হাতে পার্টি এনজয় করছেন। মাঝে দাঁড়িয়ে থাকা মহিলাও হাসিমুখে পার্টির আনন্দ উপভোগ করছেন। তবে তৃতীয় মহিলার দিকে তাকালে দেখতে পাবেন, তিনি কিছু একটা নিয়ে অস্বস্তি বোধ করছেন।

এক ঝলক দেখলে আপনার হয়তো প্রথম কিংবা দ্বিতীয় মহিলাকেই ‘নাটুকে গর্ভবতী’ বলে সন্দেহ হবে। কারণ গর্ভবতী মহিলারা কোনও কারণে অস্বস্তি বোধ করতেই পারেন। তবে একটু খুটিয়ে দেখলেই চোখে পড়বে, হলুদ পোশাক পরা মহিলাটির জামার ভেতর থেকে বালিশ জাতীয় কিছু দেখা যাচ্ছে। অর্থাৎ তিনি পোশাকের ভেতর বালিশ ঢুকিয়ে গর্ভবতী হওয়ার মিথ্যে নাটক করছেন। আপনার যদি এই ধাঁধা সমাধান করে ভালোলাগে তাহলে ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে শেয়ার করুন। দেখুন তো তাঁরা সঠিক উত্তর দিতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥