• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চশমা পরেও খুঁজে পায় না কেউ! একই দেখতে দুই ছবির মধ্যে ১০টি পার্থক্য খুঁজতে পারলে আপনি জিনিয়াস

আজকাল মানুষের সোশ্যাল মিডিয়া ছাড়া এক মুহূর্ত চলে না। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে উঁকি দিলেই চোখে পড়ে নানান রকম মজার পোস্ট। নিত্যদিন যেমন ভাইরাল হতে দেখা যায় নতুন নতুন অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। এগুলিকে অবশ্য ‘চোখের ধাঁধা’ কিংবা ‘চোখের প্রতারণা’ বললেও খুব একটা ভুল হয় না।

অপটিক্যাল ইলিউশনগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে সামনে থাকা জিনিসও সহজে চোখে পড়ে না। তবে এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত অপটিক্যাল ইলিউশন সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। আজ আপনার জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি আমরা।

   

Optical illusion, Optical illusion find the difference in cat images

আজকের প্রতিবেদনে যে ধাঁধাটি তুলে ধরা হয়েছে সেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল (Viral) সেই পোস্টে পাশাপাশি দু’টি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দু’টি ছবিতেই রয়েছে একাধিক বিড়াল (Cat)। এর মধ্যে বসে আছে, কেউ আবার ঘুমোচ্ছে। এক ঝলক দেখলে মনে হবে দু’টি ছবি এক। তবে আসলে এমনটা নয়।

আরও পড়ুনঃ দেখে এক মনে হলেও আছে বিস্তর ফারাক! দেখুন তো ১০ সেকেন্ডে ৩টে পার্থক্য খুঁজে পান কি না?

অনেকটা এক দেখতে হলেও এই দুই ছবির মধ্যে রয়েছে ১০টি পার্থক্য। সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। ভাইরাল এই অপটিক্যাল ইলিউশন সমাধান করার জন্য ঠিক ২০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। আপনি একবার চেষ্টা করে দেখুন তো ১০টি পার্থক্য খুঁজে পান কিনা। আপনার সময় শুরু হল এখন।

আরও পড়ুনঃ ৭৫% চোখ বুজলেই দেখতে পাবেন এক ভারতীয় ক্রিকেটারকে, দেখুন তো চিনতে পারেন কি না?

Optical illusion, Optical illusion find the difference in cat images

বলে রাখি, বহু মানুষ এই চোখের ধাঁধা সমাধান করার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সফল হয়েছেন হাতেগোনা কয়েকজনই। বাকিরা সবাই হার স্বীকার করতে বাধ্য হয়েছেন। তবে যারা সফল হয়েছেন তাঁরা প্রত্যেকে আদায় করে নিয়েছেন ‘জিনিয়াস’ তকমা। আপনি কি পারলেন ২০ সেকেন্ডে ১০টি পার্থক্য খুঁজতে?

Optical illusion, Optical illusion find the difference in cat images

উত্তর ‘হ্যাঁ’ হলে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তবে উত্তর যদি ‘না’ হয় তাহলেও একদম মন খারাপ করবেন না। কারণ আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি পার্থক্যগুলি কোথায় আছে। আমরা পার্থক্য়গুলিকে হাইলাইট করে দিচ্ছি। সেগুলির দিকে চোখ বোলালেই বুঝে যাবেন দু’টি ছবি একে অপরের থেকে ঠিক কোথায় আলাদা।

site