• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাথা চুলকেও খুঁজে পাওয়া দায়! ১০ সেকেন্ডে ব্যাগের মাঝে গ্রিটিং কার্ড খুঁজতে পারলে আপনি জিনিয়াস

সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন অথচ অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান করেননি এমন মানুষ এখন খুঁজে পাওয়া দায়। এগুলিকে অবশ্য অপটিক্যাল ইলিউশন না বলে ‘চোখের ধাঁধা’ কিংবা ‘চোখের প্রতারণা’ বললেও খুব একটা ভুল হয় না। কারণ এগুলি এমনভাবে ডিজাইন করা হয় যাতে চোখের সামনে থাকা জিনিসও চট করে চোখে পড়ে না। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি ধাঁধা নিয়ে এসেছি আমরা।

বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত চোখের ধাঁধা সমাধান করার একাধিক গুণাগুণ রয়েছে। এর মাধ্যমে যেমন মানুষের আইকিউ লেভেল (IQ Level) যাচাই করে নেওয়া যায়, তেমনই দৃষ্টিশক্তির প্রখরতা কতখানি সেটাও জানা যায়। এমন বহু মানুষ আছেন যারা নিয়মিত চোখের ধাঁধা সমাধান করতে ব্যাপক ভালোবাসেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

   

Optical illusion can you spot a card hidden among the gift bags

আজকের প্রতিবেদনে যে ধাঁধাটি তুলে ধরা হয়েছে তা সম্প্রতি ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে নানান রকম ডিজাইনের অনেকগুলি রঙবেরঙের ব্যাগ (Gift Bag) দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই ব্যাগগুলির মাঝেই রয়েছে একটি গ্রিটিংস কার্ড (Card)। সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ পারলে জিনিয়াস না পারলে বোকা! দেখুন তো ৫ সেকেন্ডে ছবিতে লুকোনো পাখি খুঁজে পান কি না ?

ভাইরাল এই ধাঁধা সমাধান করার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। আর সেটাই এই চ্যালেঞ্জটিকে আরও বেশি কঠিন করে তুলেছে। দাবি করা হয়েছে, হাতেগোনা কয়েকজন মানুষ ছাড়া বাকি সবাই নির্ধারিত সময়ের মধ্যে কার্ড খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।

আরও পড়ুনঃ একঝাঁক বাদুড়ের মাঝে লুকিয়ে কালো বিড়াল, ৯৯% লোকে পারে না! দেখুন তো আপনি খুঁজে পান কি না?

Optical illusion can you spot a card hidden among the gift bags

আপনার সময় শুরু হল এখন। প্রথমে ঠাণ্ডা মাথায় একবার ছবিটিকে ওপর থেকে নীচ, ডানদিক থেকে বামদিক দেখে নিন। উল্টেপাল্টে দেখতেও ভুলবেন না। তবে একেবারেই তাড়াহুড়ো করবেন না। তাহলে চোখের সামনে থাকা জিনিসও মিস হয়ে যেতে পারে। সময় শেষ! এবার বলুন ১০ সেকেন্ডে ব্যাগের ভিড়ে থাকা গ্রিটিং কার্ড খুঁজে পেলেন কিনা।

আপনার উত্তর যদি ‘হ্যাঁ’ হয় তাহলে আপনাকে জানাই অনেক শুভেচ্ছা। তবে উত্তর না হলেও মন খারাপ করবেন না। কারণ আমরা বলে দিচ্ছি, কার্ডটি কোথায় আছে। ছবিটিকে প্রথমে মাঝবরাবর দু’ভাগে ভাগ করুন। এরপর ডানদিকে ওপরের অংশে দেখুন লাল রঙের একটি ডায়েরি রয়েছে। সেই ডায়েরির ওপর দু’টি বড়দিনের গাছও আঁকা রয়েছে। বাকি ব্যাগগুলিতে ধরার দড়ি থাকলেও ডায়েরিতে কোনও দড়ি নেই। সেখান থেকেই বোঝা যাচ্ছে সেটি আসলে একটি ডায়েরি।

site