• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দম থাকলে খুঁজে দেখান! ড্রাগনের ভিড়ে লুকিয়ে ৩টি কুমির, ১৫ সেকেন্ডে পেলেই আপনি জিনিয়াস

আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই নানান রকমের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা দেখা যায়। মানুষের একঘেয়েমি দূর করায় এগুলি সিদ্ধহস্ত। এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত চোখের ধাঁধা সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। আজ আপনার জন্য এমনই একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

আজকের প্রতিবেদনে যে ধাঁধাটি তুলে ধরা হয়েছে সেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল (Viral) সেই ধাঁধায় অনেকগুলি ড্রাগন দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে কারোর মাথায় রয়েছে কমলা চুল, কারোর গোলাপি, কারোর আবার হলুদ। তবে আসল টুইস্ট রয়েছে অন্য জায়গায়। কারণ এত ড্রাগনের (Dragon) ভিড়েই ঘাপটি মেরে রয়েছে তিনটি কুমির (Crocodile)। সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।

   

Optical illusion, Optical illusion crocodile among the dragons

ভাইরাল এই অপটিক্যাল ইলিউশন সমাধান করার জন্য মাত্র ১৫ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। সেই সঙ্গেই দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে ধাঁধাটি সমাধান করতে ব্যর্থ হয়েছে ৯৯% মানুষ। অর্থাৎ প্রতি একশোজনে মাত্র একজন মানুষ শেষ অবধি ‘জিনিয়াস’ তকমা আদায় করতে পেরেছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।

আরও পড়ুনঃ সত্যি জেনে তারার জীবন দুর্বিষহ করবে নীল! টিভির আগে ফাঁস হওয়া ধুন্ধুমার পর্ব না দেখলেই মিস

আপনার সময় শুরু হল এখন। প্রথমে একবার ধীরে সুস্থে পুরো ছবিটি ভালো করে দেখে নিন। ড্রাগনের মাঝে খুটিয়ে খুটিয়ে কুমিরগুলিকে খোঁজার চেষ্টা করুন। তবে একেবারেই তাড়াহুড়ো করবেন না। তাহলে কিন্তু চোখের সামনে থাকা জিনিসও মিস হয়ে যেতে পারে। সময় শেষ! ড্রাগনের ভিড়ে লুকিয়ে থাকা ৩টি কুমির কি আপনি খুঁজে পেলেন?

আরও পড়ুনঃ ৬০ পেরিয়েও অষ্টাদশী! জন্মদিনে ফাঁস হল এভারগ্রিন রচনার যৌবন ধরে রাখার গোপন রহস্য

Optical illusion, Optical illusion crocodile among the dragons

আপনার জবাব যদি ‘হ্যাঁ’ হয় তাহলে মানতেই হবে আপনার দৃষ্টিশক্তি ভীষণ প্রখর। কিন্তু আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে কুমিরগুলিকে খুঁজে নাও পেয়ে থাকেন তাহলেও মন খারাপ করবেন না। কারণ আমরা সেগুলিকে হাইলাইট করে দিচ্ছি। হাইলাইট করে দেওয়া অংশগুলি দেখলেই আপনি বুঝে যাবেন কোথায় ঘাপটি মেরে রয়েছে কুমিরগুলি।

site