Optical Illusion: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা হল এক প্রকারের দৃষ্টি বিভ্রম। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের অপটিক্যাল ইলিউশন ভাইরাল হতে দেখা দেয়। এমন অনেক মানুষ রয়েছেন যারা নিয়মিত অপটিক্যাল ইলিউশন সমাধান করতে ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। তবে সবাই কিন্তু এই চোখের ধাঁধা সমাধান করে উঠতে পারেন না।
বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত চোখের ধাঁধা সমাধান করার অনেক উপকারিতা রয়েছে। অপটিক্যাল ইলিউশন সমাধান করার মাধ্যমে যে কোনও মানুষের বুদ্ধির তীক্ষ্ণতা তথা আইকিউ লেভেল পরীক্ষা করা যায়। পাশাপাশি বহু চোখের ধাঁধার মাধ্যমে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যও অনুধাবন করা যায়। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে আসা হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অপটিক্যাল ইলিউশন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সেই ছবি দেখে নেটিজেনরা একের রকমের মত প্রকাশ করেছেন। বহু মানুষ সেই চোখের ধাঁধা সমাধান করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হয়েছেন হাতে গোনা কয়েক জন ব্যক্তিই। তীক্ষ্ণ দৃষ্টি এবং বুদ্ধির জোর না থাকলে সেই চোখের ধাঁধা সমাধান করা বেশ মুশকিল।
নেটপাড়ায় ভাইরাল হওয়া সেই ছবিতে বরফে (Ice) ঢাকা এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখা যাচ্ছে। মাটি, পাথর থেকে শুরু করে গাছ- চার পাশের সব কিছুই বরফের পুরু চাদরে ঢাকা। তবে এই স্বর্গীয় দৃশ্যের মাঝেই লুকিয়ে রয়েছে একটি সাদা ভাল্লুক তথা পোলার বিয়ার (Polar Bear)। ১০ সেকেন্ডের মধ্যে সেটিকে খুঁজে বের করাই একটি চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ চাকা স্থির নাকি ঘুরছে? এক নিমেষে আপনার মানসিক অবস্থা জানিয়ে দেবে এই ছবি
আসলে পোলার বিয়ার সাদা রঙের হয়। আর সাদা বরফের মধ্যেই লুকিয়ে রয়েছে সেটি। ফলে সেই ভাল্লুকটিকে খুঁজে বের করা বেশ মুশকিল। হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কেউই এই চোখের ধাঁধা সমাধান করতে পারেননি। দেখুন তো আপনি পান কিনা।
আরও পড়ুনঃ দম থাকলে খুঁজে দেখান! ব্যাঙ নাকি ঘোড়া? এই চোখের ধাঁধাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন
আপনি যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে সত্যিই আপনার বুদ্ধির তারিফ করতে হয়। কিন্তু যদি না খুঁজে পেয়ে থাকেন তাহলেও হতাশ হবেন না। আমরা আপনার জন্য পোলার বিয়ারটিকে হাইলাইট করে দিচ্ছি। প্রথমে কিছুক্ষণ ঠাণ্ডা মাথায় ছবিটি দেখুন। এরপর সামনে পড়ে থাকা বরফে ঢাকা বড় পাথরের চাঁইয়ের দিকে তাকান। সেখানে ভালো করে লক্ষ্য করলেই দেখবেন পোলার বিয়ারটির মুখ এবং ছোট্ট কালো নাক দেখা যাচ্ছে। কি এবার দেখতে পেলেন তো?