• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজকুমার হিরানির সুপারহিট সিনেমার সামনে ফিকে রাজামৌলির RRR! বিরল রেকর্ডের অধিকারী পরিচালক

ভারতীয় সিনেমা জগতের প্রথম সারির অন্যতম জনপ্রিয় পরিচালক হলেন রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। ৯০ দশকের জনপ্রিয় এই পরিচালকের হাত ধরেই একাধিক ব্লকবাস্টার হিট সিনেমার স্বাদ চেটেপুটে উপভোগ করেছেন সিনেমা প্রেমীরা। খ্যাতনামা এই পরিচালকের অনুরাগীরা বলে থাকেন রাজকুমার হিরানি এমন একজন পরিচালক যে, তিনি যে ছবির কাজেই হাত দেবেন না কেন তাই সোনা হয়ে যাবে।

প্রসঙ্গত দেশজুড়ে এখন দক্ষিণী সিনেমার বাজার। আর দেশব্যাপী সাউথের সিনেমার এই রাজকীয় উত্থানের মূল কান্ডারি হলেন রেকর্ড ব্রেকার পরিচালক এস এস রাজামৌলি। বাহুবলী সিনেমার হাত ধরে বক্স অফিসে যে ইতিহাস সৃষ্টি করেছিলেন তা বাহুবলীর ২ এর পর অব্যাহত সদ্য প্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা আর আর আর এর ক্ষেত্রেও। এর ফলে ভারতের সর্বোচ্চ আয়ের তালিকায় থাকা প্রথম তিনটি সিনেমাই এখন রাজামৌলি পরিচালিত। যা ভারত তো বটেই, বিশ্বব্যাপী জনপ্রিয় পরিচালকদের ক্ষেত্রেও এক বিরল রেকর্ড।

   

রাজকুমার হিরানি,Rajkumar Hirani,বলিউড,Bollywood,দক্ষিণ ভারতীয় সিনেমা,South Indian Film Industry,এস এস রাজামৌলি,SS Rajamouli,বক্স অফিস রেকর্ড,Box Office Record,Director,পরিচালক

তবে সাউথের সিনেমার এই বিরিট দাপটের সামনে বলিউডের পরিচালকদের কড়া টক্কর কথা উঠলে
সবার প্রথমেই আসে রাজকুমার হিরানির নাম। কারণ সত্যিই তাঁর মতো প্রতিভাবান পরিচালক আমাদের দেশে বিরল। এই কারণে বরাবরই তিনি তাঁর যে কোনো সিনেমায় নিখুঁত এবং সৃষ্টিশীর কাজের ব্যাপকভাবে সমাদৃত হয়ে থাকেন।তাঁর পরিচালিত বলিউড সিনেমাগুলি একসময় চুটিয়ে ব্যবসা করেছে বক্স অফিসে।

বরাবরই নিজের কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড পরিচালক। এই কারণে তাড়াহুড়ো করে নয় যথেষ্ট সময় নিয়েই সিনেমা বানান রজকুমার। আর তাই তাঁর সিনেমা দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হয় বছরের পর বছর। এই কারণেই ৪-৫ বছর অন্তর এক একটা করে ছবি বানিয়ে থাকেন পরিচালক। তবে যখন তাঁর সিনেমা আসে তখনই বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি হয়। প্রসঙ্গত এখনও পর্যন্ত তিনি যে কটি সিনেমা বানিয়ছেন , তা সবকটিই সুপারহিট হয়েছে বক্স অফিসে।

রাজকুমার হিরানি,Rajkumar Hirani,বলিউড,Bollywood,দক্ষিণ ভারতীয় সিনেমা,South Indian Film Industry,এস এস রাজামৌলি,SS Rajamouli,বক্স অফিস রেকর্ড,Box Office Record,Director,পরিচালক

তিনি এমন একজন পরিচালক , যার কোন ছবিই এখনও পর্যন্ত ফ্লপ হয়নি। এই কারণেই দেশের শীর্ষস্থানীয় পরিচালকদের মধ্যে প্রথমেই তাঁকে গণ্য করা হয়ে থাকে। এই তালিকায় প্রথমেই রয়েছে ২০০৩ সালের মুন্নাভাই এমবিবিএস। ১০ কোটি বাজেটের এই ছবিট থেকে সেসময় আয় হয়েছিল ৪১ কোটি টাকা।এরপর ২০০৬ সালে ২০ কোটি বাজেটে তৈরি ‘লাগে রাহো মুন্নাভাই ‘ ছবি থেকে আয় হয়েছিল ১২৬ কোটি টাকা। এরপরেই আসে ২০০৯ সালের ‘ 3 ইডিয়টস ‘ এই ছবিতে ৩৫ কোটি টাকা খরচ করে আয় হয়েছিল ৪০০ কোটি টাকা। এরপর ২০১৪ সালে আসে তাঁর পরিচালিত ‘ পিকে ‘ ছবি। আবারও বক্স অফিসে রেকর্ড।