Prosenjit Chatterjee posts on Guru Purnima: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নামটাই যথেষ্ট। সিনেমাপ্রেমীদের কাছে আলাদা করে তাঁর আর পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। জন্মসূত্রে বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় স্টারকিড হলেও জীবনে কম স্ট্রাগল করতে হয়নি তাঁকেও। তাই আজ তাঁকে এমনিই টলিউডের (Tollywood) ‘ইন্ডাস্ট্রি’ বলা হয় না। এই জায়গাটা তিনি পেয়েছেন বলা ভালো অর্জন করেছেন শুধুমাত্র নিজের যোগ্যতায়।
একটা সময় উত্তম পরবর্তী যুগে গোটা ইন্ডাস্ট্রিকে বলতে গেলে একার কাঁধেই বহন করেছিলেন এই সুপারস্টার। চরিত্রের প্রয়োজনে প্রতিনিয়ত নিজেকে ঘষা মজা করে দিয়েছেন নিত্য-নতুন রূপ। তাই দীর্ঘদিনের এই অভিনয় জীবন থেকে তিনি নিজে যেমন শিখেছেন প্রতিনিয়ত তেমনি এখন তাঁর ছত্রছায়ায় শিখছেন ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা।
টলিউডের কাজ করতে আসা অধিকাংশ নতুন ছেলেমেয়েদের স্বপ্ন তাঁর সাথে কাজের সুযোগ পাওয়া। সেদিক দিয়ে দেখতে গেলে অনেকের কাছেই প্রিয় গুরু তিনি। তবে জানেন কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিজের জীবনের গুরু আসলে কে? আজ ‘গুরু পূর্ণিমা’র (Guru Purnima) দিন নিজেই নিজের সেই গুরুর সাথে দর্শকদের পরিচয় করিয়ে দিলেন খোদ অভিনেতা নিজেই।
যা দেখে জানা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনের গুরু আর কেউ নন, তিনি হলেন অভিনেতার ‘মা’ রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। আজকের এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের মায়ের সাথে আদর মাখা একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ।
আরও পড়ুনঃ একটা দুটো নয় ষ্টার জলসায় আসছে নতুন ৮টি সিরিয়াল, বন্ধ হচ্ছে কারা? দেখে নিন তালিকা
সেইসাথে তাঁকে গুরুপূর্ণিমার শুভেচ্ছা অভিনেতা লিখেছেন ‘আমার জীবনের প্রথম গুরু। যিনি আজও প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করেন। জানি আজও আমার পাশে আছেন সবসময়। মা, আজ গুরু পূর্ণিমার দিনে আমার বিনম্র প্রণাম রইলো’।
আরও পড়ুনঃ নিম ফুলের মধু করেই বাজিমাত! সৃজন-পর্ণার পারিশ্রমিক চোখ কপালে তোলার মত
প্রসঙ্গত ইতিপূর্বে একাধিক সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছেন তাঁর জীবনে তাঁর মায়ের ভূমিকা ঠিক কতখানি। ছোট থেকে কম প্রতিকূলতার মধ্যে দিয়ে যাননি অভিনেতা। তাই জীবনের নানান ঝড়ঝাপ্টায় মাকেই ঢাল হিসেবে পেয়েছিলেন অভিনেতা। যিনি প্রয়োজনে কড়া শাসন করলেও আপদে-বিপদে সবসময় আগলে রেখেছিলেন অভিনেতাকে।