• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিম ফুলের মধু করেই বাজিমাত! সৃজন-পর্ণার পারিশ্রমিক চোখ কপালে তোলার মত

Neem Phooler Madhu Rubel Das Pallavi Sharma fees: টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হলো জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। পারিবারিক ঘটনার প্রেক্ষাপটে তৈরি এই সিরিয়ালের প্রতিটা পর্ব জুড়ে রয়েছে বাস্তবতার ছোঁয়া। তাই এই সিরিয়ালঘটে চলা ঘটনা গুলোর সাথে নিজেদের রিলেট করতে পারেন দর্শকরাও। এই সিরিয়ালের নায়ক নায়িকা সৃজন-পর্ণার (Srijan-Parna) চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী পল্লবী শর্মা (Rubel Das-Pallavi Sharma)।

স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কে আপন কে পর’ খ্যাত জবা অভিনেত্রী পল্লবী এখন জবা মায়ের খোলস ছেড়ে হয়ে উঠেছে দত্তবাড়ির জিনিয়াস বৌমা। অন্যদিকে মেনি মুখো সৃজন যেভাবে ধীরে ধীরে মায়ের আঁচল ছেড়ে খোলামেলা ভাবে নিজের মতামতটাকেও গুরুত্ব দিচ্ছে তাতে তার প্রশংসায় পঞ্চমুখ দর্শক।  প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার টেলিভিশনের পর্দায় জুটি বেঁধেছেন রুবেল এবং পল্লবী।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,রুবেল দাস,Rubel Das,পল্লবী শর্মা,Pallavi Sharma,পারিশ্রমিক,Remuneration,ফাঁস,Reveal

যদিও ইতিপূর্বে তাঁরা দুজনেই  অভিনয় করেছেন জনপ্রিয় সব বাংলা সিরিয়ালে। পল্লবীর অভিনয় জীবন শুরু হয়েছিল ২০১৩ সালে স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালে জবার চরিত্রে অভিনয় করে। এই ধারাবাহিকে পল্লবী অভিনীত চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ট্রোল হয়েছে বহুবার। প্রসঙ্গত নিম ফুলের মধু সিরিয়ালটিরও টেলিভিশনের পর্দায় বয়স বেশি দিননা হলেও  এই সিরিয়ালটি নিয়েও কিন্তু কম ট্রোলিং হয় না।

তবে আজ আপনাদের জন্য থাকছে একেবারে নতুন একটি আপডেট। ইতিপূর্বে আপনাদের জানানো হয়েছে  জানানো হয়েছে পর্দার দুই বীথি মাসি অর্থাৎ রুপা গাঙ্গুলি এবং অনুশ্রী দাসের পারিশ্রমিক। জানানো হয়েছে জগদ্ধাত্রী অভিনেত্রী অভিনেত্রী অঙ্কিতা মল্লিক কিম্বা মৌ অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের পারিশ্রমিকের অংকও।

আরও পড়ুনঃ দর্শকরাই ২-৩টে বিয়ে দেখতে চান! একঘেয়ে গল্প নিয়ে বিরক্ত ‘টাপুর-টুপুর’ খ্যাত মাফিন

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,রুবেল দাস,Rubel Das,পল্লবী শর্মা,Pallavi Sharma,পারিশ্রমিক,Remuneration,ফাঁস,Reveal

আরও পড়ুনঃ নায়িকা হয়েও নেই অহংকার! বয়য়স্কদের মুখে অন্ন তুলে দিয়েই জন্মদিন পালন ইধিকার

আর তেমনি আজকের প্রতিবেদনে থাকছে জনপ্রিয় বাংলা সিরিয়াল নিম ফুলের মধুর নায়ক নায়িকা সৃজন পর্ণার পারিশ্রমিকের পরিমাণ। জানা যার পল্লবী যখন ‘কে আপন কে পর’ সিরিয়ালে অভিনয় করতেন তখন তার মাসিক আয় ছিল ২০ হাজার টাকা।

আর বর্তমানে নিম ফুলের মতো সিরিয়ালের জন্য তিনি প্রতি মাসে পান ১ লক্ষ ৭০ হাজার টাকা। অন্যদিকে যখন ‘ভানুমতির খেল’ দিয়ে রুবেল যখন নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তখন তার মাসিক আয় ছিল ৫০ হাজার টাকা। আর বর্তমানে এই সিরিয়ালটির জন্য রুবেল পান মাসিক দু’লক্ষ টাকার পারিশ্রমিক।

site