• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দার্জিলিং ছাড়ুন! শীতে ঘুরে আসুন ওড়িশার এই অফবিট গ্রাম থেকে, চির স্মরণীয় ট্রিপ হবে গ্যারেন্টি

Published on:

Offbeat travel plan Dhenkanal in Odisha from Kolkata

সারা বছর বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি করে কমবেশি আমরা প্রত্যেকেই হাঁফিয়ে উঠি। সেই ক্লান্তি দূর করার একমাত্র উপায় হল ভ্রমণ (Travel)। বর্ষশেষে তাই অনেকেই বাক্স-প্যাটরা গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। আপনিও যদি ডিসেম্বরের এই মনোরম আবহাওয়ায় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন।

আজ আমরা যে স্থানের খোঁজ নিয়ে এসেছি তার নাম হল ঢেঙ্কানল (Dhenkanal)। ওড়িশায় ঘুরতে যাওয়ার কথা উঠলেই আমরা প্রথমে পুরীর কথাই ভাবি। তবে বাংলার এই প্রতিবেশী রাজ্যেই রয়েছে অফবিট পাহাড়ি গ্রাম (Offbeat Location) ঢেঙ্কানল। শান্ত-নির্জন পরিবেশে শীতের ছুটি কাটাতে চাইলে আপনি চলে যেতেই পারেন এখানে।

Travel destination Dhenkanal in Odisha

ওড়িশার (Odisha) বুকে অবস্থিত একটি অনিন্দ্যসুন্দর ট্রাভেল ডেস্টিনেশন হল ঢেঙ্কানল। পাহাড়-জঙ্গলে ঘেরা এই স্থানে গেলে আপনি এখানে দর্শনীয় স্থান ঘুরে আসতে পারবেন। সেই স্থানগুলি হল সপ্তশয্যা, কপিলাস, নাগানাথেশ্বর মন্দির, জোরান্ডা, দান্দাধার, সারাঙ্গার মতো স্থান।

আরও পড়ুনঃ বছর শেষে পিকনিকের প্ল্যান, কিন্তু যাবেন কোথায়? রইল কলকাতার কাছেই ১০টি সেরা পিকনিক স্পটের হদিশ

কপিলাস পাহাড়ের শিখরে গেলে আপনি দেখতে পাবেন মহাদেব চন্দ্রশেখরের মন্দির। এছাড়া এই পাহাড়ের মধ্যেই বেশ কিছু প্রাচীন গুহা রয়েছে। সেগুলির সঙ্গে জড়িয়ে আছেন নানান পৌরাণিক কাহিনী। এছাড়া জোরান্ডা, সপ্তশয্যায় গেলেও আপনি জানতে পারবেন নানান অজানা গল্পকথা। আর যদি একটু গা ছমছমে পরিবেশ অনুভব করতে চান তাহলে যেতে পারেন যতননগর ভৌতিক রাজপ্রাসাদে!

Jatan Nagar palace in Dhenkanal

কীভাবে যাবেন?

ঢেঙ্কানল যেতে হলে আপনাকে হাওড়া থেকে পুরী যাওয়ার ট্রেনে চেপে কটক অথবা ভুবনেশ্বরে নামতে হবে। এরপর সেখান থেকে বাস নিয়ে কিংবা গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে নিজের গন্তব্যে। এছাড়া বাবুঘাট থেকেও বেশ কিছু দূরপাল্লার বাস যায়। সেখান থেকেও আপনি ঢেঙ্কানল যাওয়ার বাস পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ বাই বাই দার্জিলিং! টাইগার হিল নয়, অফবিট এক গ্রামে গেলেই দেখতে পাবেন জীবনের সেরা সূর্যোদয়

কোথায় থাকবেন?

ঢেঙ্কানল বাস স্ট্যান্ডের কাছাকাছি বেশ কিছু হোটেল আছে। অনলাইনে বুক করে নিতে পারবেন। সাইট সিয়িংয়ের ক্ষেত্রে আপনি গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥