ভিড়ে ঠাসা জায়গা ছেড়ে এখন অনেকেই অফবিট লোকেশনে ঘুরতে (Travel) যেতে পছন্দ করছেন। উত্তরবঙ্গের আনাচে-কানাচে এমন প্রচুর অচেনা-অজানা জায়গা লুকিয়ে রয়েছে। আজ আপনার জন্য এমনই একটি জায়গার (Offbeat Location) খোঁজ নিয়ে এসেছি আমরা। লোলেগাঁও থেকে ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত এই স্থান হল ঝান্ডিদারা ভিউ পয়েন্ট (Jhandidara View Point)।
ভ্রমণপিপাসু মানুষদের কাছে লোলেগাঁও (Lolegaon) জায়গাটি অতিপরিচিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কথা কমবেশি আমরা প্রত্যেকেই শুনেছি। এবারের শীতে আপনার ডেস্টিনেশন হতেই পারে এটি। আর এখানে গেলে যে জায়গাটি একেবারেই মিস করা যাবে না তা হল ঝান্ডিদারা ভিউ পয়েন্ট। টাইগার হিল থেকে সূর্যোদয় তো আমরা অনেকেই দেখেছি। তবে এবার ঝান্ডিদারা থেকে সেই দৃশ্য দেখুন, মনে থেকে যাবে সারাজীবন।
ঝান্ডিদারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জায়গা দেখতে পাবেন। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা, কালিম্পং, নাথুলা- সব দর্শন হয়ে যাবে আপনার। একেবারে মন ভালো করে দেওয়া লোকেশন যাকে বলে। চারিদিকে সবুজের সমাহার আর সামনে শ্বেতশুভ্র হিমালয়- মন ভালো করার জন্য আর কী চাই?
আরও পড়ুনঃ এই সৌন্দর্যের কাছে হার মানে দার্জিলিং-কালিম্পং! রইল শীতের ছুটির জন্য সেরা অফবিট লোকেশনের হদিশ
দার্জিলিং (Darjeeling) থেকে এই জায়গার দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। কালিম্পং (Kalimpong) থেকে সেটা ৩১ কিলোমিটার মতো। আর যদি লাভা (Lava) থেকে ঝান্ডিদারা ভিউ পয়েন্ট আসতে চান তাহলে আপনাকে পেরোতে হবে প্রায় ৫২ কিলোমিটার পথ।
লোলেগাঁও বাসস্ট্যান্ডের খুব কাছেই অবস্থিত ঝুলন্ত ব্রিজ। চারদিকে ওকে, ফার, বার্চের বন আর ঠিক তার মাঝখানে কাঠের একটা ব্রিজ। প্রকৃতিপ্রেমী মানুষদের মন হারিয়ে যেতে পারে এখানে! এছাড়া পাহাড়ি বাজারে যাওয়ার অভিজ্ঞতা লাভ করতে চাইলে ঘুরে আসতে পারেন লোলেগাঁও ইকো পার্কের কাছে বসা গ্রামীণ বাজার থেকে। টুকটাক কিছু কেনার থাকলে পেয়ে যাবেন এখানে। যদি হাতে সময় থাকে তাহলে দেখে আসতে পারেন রিশপ, পেডং, লাভার মতো জায়গাগুলি।
আরও পড়ুনঃ মাত্র ১২০০ টাকায় পৌঁছে যান ‘লাল কাঁকড়ার দেশে’! রইল কলকাতার কাছেই এই অফবিট সি বিচের হদিশ
কীভাবে যাবেন?
এনজেপি, তেনজিং নোরগে বাস টার্মিনাস, বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি করে লোলেগাঁও যেতে হবে। ইচ্ছা হলে কালিম্পং হয়েও যেতে পারেন এখানে। থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে এখানে। শহুরে কোলাহল থেকে দূরে ছুটি কাটাতে চাইলে চলে যেতেই পারেন এখানে।