• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শহুরে ব্যস্ততা আর ভিড় থেকে অনেক দূর, রইল কম বাজেটে নর্থ বেঙ্গলের এক অফবিট লোকেশনের হদিশ

Updated on:

Offbeat Travel Destination village Munsong Mungerjung in North Bengal

সারা বছর বাড়ি থেকে অফিস এবং অফিস থেকে বাড়ি করার পর ক্লান্ত হয়ে পড়েন কমবেশি প্রায় প্রত্যেক। সেই ক্লান্তি দূর করার সবচেয়ে ভালো উপায় হল ভ্রমণ (Travel)। হাতে দু-একদিনের ছুটি পেলেই তাই বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়েন অনেকে। তবে ঘুরতে যাবো ভাবলেই তো আর বেরিয়ে পড়া যায় না, কয়েকটা দিন শান্তিতে কাটানোর জন্য তেমন জায়গাও চাই। আজকের প্রতিবেদনে এমনই একটি স্থানের (Offbeat Location) খোঁজ তুলে ধরা হয়েছে।

উত্তরবঙ্গের কোলে ছবির মতো সুন্দর এই জায়গার নাম হল ‘মানসং’ (Munsong)। অনেকেই এই গ্রামকে ‘মুনসং’ অথবা ‘মানসং’ নামেও অভিহিত করে থাকেন। অফবিট বলে এই গ্রামের (Offbeat Village) কথা এখনও অনেক বহু মানুষের কাছে অজানা। সেই জন্য এখানে তেমন পর্যটকদের ভিড় চোখে পড়ে না।

Travel destination Munsong in North Bengal

কালিম্পং (Kalimpong) থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত এই ছবির মতো গ্রাম। নিউ জলপাইগুড়ি থেকে যদি বলা হয়, তাহলে এই গ্রামের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার মতো। প্রকৃতিপ্রেমী মানুষ হলে এই জায়গায় গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর-মন। চারিদিকে সবুজ পাহাড়, পাখির কোলাহল, চারিদিকে রঙবেরঙের ফুল- এক কথায় স্বর্গের মতো সুন্দর এই গ্রাম। উপরি পাওনা হিসেবে হবে ‘কাঞ্চনদর্শন’।

আরও পড়ুনঃ শীতের ছুটিতে জমে যাবে পিকনিকের মজা! ঘুরে আসুন কলকাতার কাছাকাছি এই মনোরম পার্ক থেকে

কী কী দেখবেন?

মানসং গ্রামটি এমনিতেই এত সুন্দর যে এখানে বসেই দিনের পর দিন কাটিয়ে দেওয়া যায়। এখানকার অন্যতম আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা দেখা। এছাড়াও হাতে সময় থাকলে এখান থেকে ঘুরে আসতে পারেন কালিম্পং, লাভা, রিশপ, লোলেগাঁও, সিটং, পানু ডারা, তাগদা, তিনচুলের মতো জায়গা।

Travel destination Munsong in North Bengal

কীভাবে যাবেন?

ট্রেনে করে আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেতে হবে। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে মানসংয়ে। তবে শুধু নিউ জলপাইগুড়ি থেকে নয়, বাগডোগরা অথবা শিলিগুড়ি থেকেও যাওয়া যায় এই গ্রামে।

আরও পড়ুনঃ এক নিমেষে দূর সারা বছরের ক্লান্তি! অফবিট এই পাহাড়ি গ্রামে একবার গেলে চাঙ্গা হয়ে যাবে শরীর-মন

Travel destination Munsong in North Bengal

কোথায় থাকবেন?

ছবির মতো সুন্দর এই পাহাড়ি গ্রামে থাকার জন্য হোমস্টের ব্যবস্থা রয়েছে। ভাড়াও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। এছাড়াও রয়েছে বারবিকিউ এবং বনফায়ারের ব্যবস্থা। সেখানেই থাকতে পারবেন আপনি। তবে যাওয়ার আগে বুকিং করে যেতে ভুলবেন না কিন্তু।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥