• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক নিমেষে দূর সারা বছরের ক্লান্তি! অফবিট এই পাহাড়ি গ্রামে একবার গেলে চাঙ্গা হয়ে যাবে শরীর-মন

কথাতেই আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। তবে শুধু বাঙালি বলে নয়, ঘুরতে (Travel) যেতে  কমবেশি সকলেই পছন্দ করেন। সারা বছর বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি করার পর যে ক্লান্তি চলে আসে, সেটা দূর করার সবচেয়ে ভালো উপায় হল ভ্রমণ। কাজ থেকে ছুটি নিয়ে কয়েকটা দিন আরাম করে নিতে পারলেই ফের চাঙ্গা হয়ে ওঠে শরীর-মন।

রোজকার মতো আজও তাই ঘুরতে যাওয়ার একটি দুর্দান্ত অফবিট জায়গার (Offbeat Location) খোঁজ নিয়ে এসেছি আমরা। নিরিবিলি-শান্ত এই অফবিট স্থানের নাম হল পানবু (Panbu)। ছবির মতো সুন্দর এই পাহাড়ি গ্রামে একবার গেলে তৃপ্ত হয়ে যাবে আপনার শরীর-মন। ছুটির কয়েকটা দিন কীভাবে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না।

   

Travel Panbu Dara View Point

গ্যাংটক (Gangtok) কিংবা দার্জিলিং (Darjeeling) থেকে ফেরার পথে অনেক পর্যটক একবার পানবুতে ঢুঁ মেরে যান। আসলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায়। ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে পানবুদারা ভিউ পয়েন্ট (Panbu Dara View Point) সেই কারণে বেশ জনপ্রিয়। কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি আপনার হয়ে যাবে তিস্তা দর্শনও।

আরও পড়ুনঃ চোখ খুললে সবুজ আর সবুজ! এই অফবিট পাহাড়ে একবার গেলে দূর হবে যাবে সকল ক্লান্তি, রইল ঠিকানা

Travel Panbu Dara View Point

পানবুদারা ভিউ পয়েন্ট থেকে যে ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় তা ভাষায় বয়ান করা বেশ কঠিন। কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga), তিস্তার পাশাপাশি আপনি সেখানে দাঁড়িয়ে দেখতে পাবেন ডুয়ার্স এবং দূরের শিলিগুড়িও। এখানে যাওয়ার আদর্শ সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারি।

আরও পড়ুনঃ এলাহী প্রাসাদ থেকে সমুদ্র-পাহাড়, রইল শীতের ছুটিতে ঘোরার কমবাজেটের সেরা ৫ ডেস্টিনেশনের হদিশ

কীভাবে যাবেন?

পানবু যাওয়ার জন্য আপনাকে প্রথমে এনজেপি কিংবা শিলিগুড়ি যেতে হবে। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে পানবু। তবে যদি খরচ বাঁচাতে চান তাহলে প্রথমে গাড়ি শেয়ার করে কালীঝোরা, এরপর সেখান থেকে পানবু চলে যেতে পারেন আপনি।

Travel Panbu Dara View Point

কোথায় থাকবেন?

পানবুতে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। তবে সেখানে আগে থেকে বুক করে যাওয়াই ভালো। থাকা-খাওয়া মিলিয়ে দৈনিক মাথাপিছু ১৭০০ টাকা মতো খরচ পড়বে। এছাড়া বলে রাখি, পানবু থেকে সামান্য দূরেই অবস্থিত লামাদারা, চারখোলা। মন চাইলে ঘুরে আসতে পারেন সেখান থেকেও।