• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই সৌন্দর্যের কাছে হার মানে দার্জিলিং-কালিম্পং! রইল শীতের ছুটির জন্য সেরা অফবিট লোকেশনের হদিশ

শহুরে কোলাহল থেকে দূরে কয়েকটা দিন প্রকৃতির কোলে কাটাতে চান কমবেশি সকলেই। আপনিও যদি এমন কোনও জায়গার খোঁজে থাকেন, তাহলে এবার শীতে চলে যেতে (Travel) পারেন কার্শিয়াংয়ের কাছে অফবিট গ্রাম শিবখোলায় (Shivkhola)। পাহাড়-ঝরনা-চা বাগানে ঘেরা এই গ্রামে গেলে নিমেষে দূর হয়ে যাবে আপনার সারা বছরের ক্লান্তি।

এমনিতেই ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে এখন অফবিট লোকেশনের (Offbeat Location) জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। একঘেয়ে চেনা জায়গা ছেড়ে অচেনা জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করছেন অনেকে। শিবখোলা এমনই একটি স্থান। চিরাচরিত দার্জিলিং (Darjeeling) কিংবা কালিম্পং (Kalimpong) ছেড়ে যারা কয়েকটা দিন নিরিবিলিতে প্রকৃতির কোলে কাটাতে চান তাঁদের জন্য এই জায়গা একেবারে আদর্শ।

   

Offbeat travel destination Shivkhola

শিলিগুড়ি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত শিবখোলা। সুকনা থেকে এখানকার দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। শিবখোলার একপাশ দিয়ে যেমন খাড়া পাহাড় নেমে গিয়েছে, তেমনই অনেকটা এলাকা জুড়ে সমতলও রয়েছে। ছোট্ট শিশুরা এখানে খেলাধুলো করে বেড়ায়। রাত নামলেই আবার শোনা যায় ঝিঁঝিঁ পোকার ডাক।

আরও পড়ুনঃ পকেট ফ্রেন্ডলি খরচে স্বপ্নের উত্তরবঙ্গ ভ্রমণ, একবর এই হিল স্টেশন থেকে ঘুরে এলে মনে থাকবে আজীবন

এই গ্রামে গেলে আপনি যেমন অ্যাডভেঞ্চারের মজা নিতে পারবেন, তেমনই ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন গ্রামের বহু পুরনো শিব মন্দির থেকে। স্থানীয়দের বিশ্বাস আজও ভোলেবাবা তাঁদের সকল বিপদ-আপদ থেকে রক্ষা করে। হাতে সময় থাকলে মোমোর জন্য বিখ্যাত রংটং থেকে ঘুরে আসতে পারেব। ইচ্ছা হলে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তে পারেন সিটং, কার্শিয়াং, সুকনার উদ্দেশে।

Offbeat travel destination Shivkhola Ahaldara

কীভাবে যাবেন?

শিবখোলা যাওয়ার জন্য আপনাকে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে নিজের গন্তব্যে। ইচ্ছা হলে আপনি শেয়ারেও যেতে পারেন। সেক্ষেত্রে খরচ কিছুটা কম পড়বে।

আরও পড়ুনঃ ভুলে যান উত্তরবঙ্গ! ঘুরে আসুন পাহাড়-জঙ্গলে ঘেরা ওড়িশার এই অফবিট লোকেশন থেকে, রইল ঠিকানা

Offbeat travel destination Shivkhola

কোথায় থাকবেন?

শিবখোলায় থাকার জন্য অ্যাডভেঞ্চার ক্যাম্পের সুবন্দোবস্ত রয়েছে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ হন তাহলে এখানে থাকতে আপনার বেশ ভালোলাগবে। খরচটাও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। থাকা-খাওয়া মিলিয়ে মাথাপিছু লাগবে ১৪০০-১৫০০ টাকা মতো।