• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খরচ মাত্র ৫০ টাকা! জঙ্গলের মাঝে হবে ময়ূর দর্শন, রইল কলকাতার কাছেই এক সুন্দর আর্ট ভিলেজের হদিশ

Updated on:

Offbeat Travel Destinastion near Kolkata Purba Barddhaman Labandhar Art Village

সপ্তাহের শেষে রবিবার হোক বা একদিনের ছুটি সময় পেলেই ঘুরতে (Travel) যেতে চায় মন। একদিনের ডেস্টিনেশন বলতেই সবার আগে মাথায় আসে দীঘা আর তার বেশি হলে পুরী কিংবা দার্জিলিং। তবে অনেকেই জানেন না আমাদের হাতের কাছেই বেশ কিছু অফবিট লোকেশন (Offbeat Travel Destination) রয়েছে। যেখানে পৌঁছতে খরচ অতন্ত্য কম। অথচ একবার সেখানে গেলে ফিরতে মন চাইবেই না। এমনই একটি সুন্দর গ্রাম লবণধার (Labandhar Art Village)। বর্ধমানের এই সুন্দর গ্রাম সম্পর্কে আজ আপনাদের জানাবো।

পূর্ব বর্ধমানের আউশগ্রামের ২ নং ব্লকের দেবশালা গ্রামে মধ্যেই রয়েছে লবণধার গ্রাম। আসলে এটি একটি আর্ট ভিলেজ। এখানে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মেন্ করেরে নেওয়ার মত। তাছাড়া আরও অনেক কিছুই রয়েছে দেখার মত। চাইলে হাওড়া থেকে ট্রেন ধরে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন এই গ্রামে। এর জন্য প্রথমে বর্ধমান লাইনের মানকর স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো কিংবা রিকশা করে নিতে হবে।

Travel to Lobondhar Art Village

লবণধার গ্রামে পৌঁছলে সবার আগে যেটা দেখতে পাবেন সেটা হল গ্রামের প্রতিটা বাড়ির দেওয়ালেই রংবেরঙের সুন্দর ছবি আঁকা রয়েছে। স্থানীয় লবণধার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গ্রামের ৬০% বাড়িতেই এমন ছবি আঁকা হয়েছে। তাছাড়া গ্রামের আশপাশেই দেখতে পাবেন ঘুরে বেড়াচ্ছে ময়ূর। হ্যাঁ ঠিকই দেখছেন, চিড়িয়াখানা ছাড়াই প্রকৃতিক পরিবেশে ময়ূর দেখতে চাইলে আপনাকে আসতেই হবে লবণধার গ্রামে।

আরও পড়ুনঃ পরীক্ষা শেষে ফুল ফ্যামিলি বেড়াতে যেতে চান? রইল কম বাজেটে উত্তবঙ্গের ৫টি সেরা অফবিট লোকেশন

আসলে জঙ্গলমহলের খুব কাছেই এই লবণধার গ্রাম। সেই কারণেই স্থানীয় জঙ্গলের মধ্যে ময়ূর দেখতে পাওয়া যায়। অন্নপূর্ণা ওয়েলফেয়ারের সভাপতি অর্ণব ঘোষণান জানান, গ্রামে প্রচুর শালগাছ রয়েছে। ফ্রেবুয়ারী মার্চ মাস নাগাদ গাছের পাতা ঝরে যায়, এমন সময় সেখানে প্রচুর সংখ্যায় ময়ূরের দেখা মেলে। খাঁচায় বন্ধ না থেকে জঙ্গলে নিজেদের মত ঘুরতে থাকা ময়ূর দেখার শখ থাকলে অবশ্যই লবণধার ঘুরে আসুন।

আরও পড়ুনঃ এক পলকে গায়েব সব ক্লান্তি! স্বল্প খরচে ঘুরে আসুন এই অফবিট পাহাড়ি গ্রাম থেকে, রইল ঠিকানা

Peacock

প্রসঙ্গত, ময়ূর ছাড়াও গোটা গ্রামটাই যেন ছবির মত সুন্দর। প্রতিটা বাড়ির দেওয়ালে কারুকার্য করে প্যাটার্ন ড্রইং করা রয়েছে। ফাইন আর্টস প্রেমী হলে এই গ্রাম মন কাড়তে বাধ্য। তাছাড়া অন্যান্য ভ্রমণস্থলে যেতে গেলে যেখানে ৫০০-১০০০ খরচ হয় সেখানে হাওড়া থেকে মাত্র ৫০ টাকার লোকাল ট্রেনের টিকিট কেটেই পৌঁছে যেতে পারেন লবণধার গ্রামে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥