মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে উচ্চমাধ্যমিকও। এই সময়টা অনেকেই ঘুরতে (Travel) বেরিয়ে পড়েন। কেউ চলে যান, কারোর আবার গন্তব্য হয় পাহাড়। আপনি যদি পাহাড়প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি দুর্দান্ত অফবিট জায়গার খোঁজ নিয়ে এসেছি আমরা। সেই স্থানের নাম হল চাটাইধুরা (Chataidhura)।
উত্তরবঙ্গের (North Bengal) কোলে এমন অনেক ছোট ছোট পাহাড়ি গ্রাম (Offbeat Village) লুকিয়ে রয়েছে যার বিষয়ে অধিকাংশ মানুষ কিছু জানেন না। ছবির মতো সাজানো এমনই একটি গ্রাম হল চাটাইধুরা। আপনি যদি অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে আপনার এখানে গিয়ে বেশ ভালোলাগবে। জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার সময় অনুভব করবেন একটা নিখাদ খুশি।
জঙ্গলের মধ্যেকার রাস্তা দিয়ে বেশ কিছুটা এগোলে আপনি ভিউ পয়েন্ট পৌঁছবেন। এটাই হল হাওয়াঘর। তবে বলে রাখি, এই রাস্তায় কিন্তু জোঁকের বেশ উপদ্রব আছে। তাই ফুল প্যান্ট এবং পা ঢাকা জুতো পরে যাওয়াই শ্রেয়।
আরও পড়ুনঃ একদিনের ছুটিই যথেষ্ট! স্বল্প খরচেই ঘোরা যাবে কলকাতার কাছের এই ৫টি ডেস্টিনেশন
দার্জিলিং (Darjeeling) শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে অবস্থিত সিনারির মতো সুন্দর চাটাইধুরা। এখানে পাহাড়ের কোলে একটি শিব মন্দির আছে। ইচ্ছা হলে সেখান থেকে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন আপনি। এছাড়া হাতে সময় থাকলে ঘুম রেল স্টেশন, ঘুম মনাস্ট্রি, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিউট, টাইগার হিল থেকেও ঘুরে আসতে পারেন।
কীভাবে যাবেন : এখন প্রশ্ন হল, কীভাবে যাবেন চাটাইধুরা? তাহলে বলে রাখি, আপনি চাইলে নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি এই গ্রামে চলে আসতে পারেন। দূরত্ব প্রায় ৭২ কিলোমিটার মতো। কিংবা দার্জিলিংয়ের বাসে করে ঘুম অবধি আসতে পারেন। এরপর সেখান থেকে সুখিয়াপোখরির গাড়িতে উঠে শিবমন্দির স্টপেজে নামুন। সেখান থেকে খুব কাছে অবস্থিত হোমস্টে।
আরও পড়ুনঃ পাহাড়-জঙ্গল-ঝর্ণার অপূর্ব মেলবন্ধন! রইল ইন্দো-ভুটান সীমান্তের এক সুন্দর অফবিট গ্রামের হদিশ
কোথায় থাকবেন : উত্তরবঙ্গের নানান অফবিট গ্রামের মতো চাটাইধুরাতেও থাকার জন্য হোমস্টে রয়েছে। সেখানে অনায়াসে নিজের ছুটি কাটিয়ে দিতে পারবেন আপনি। তবে যাওয়ার আগে বুক করে যেতে ভুলবেন না যেন।