ভ্রমণের (Travel) সুযোগ পেলেই বাঙালির মুখে না নেই। একসময় ঘুরতে যাওয়া মানেই ছিল দীঘা-পুরী-দার্জিলিং, তবে সে সময় এখন অতীত। চেনা ভ্রূমণস্থলগুলিতে সিজেন এলেই যে হারে ভিড় হয়, তার থেকে অফবিট লোকেশনে (Offbeat Travel Destination) ঘুরতে পছন্দ করেন অনেকেই। ছুটিতে একটু নিরিবিলি জায়গায় গেলে যেমন উপভোগ করা যায় তেমনি প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে পাওয়া যায়। আজ এমনই উত্তরবঙ্গের কিছু অফবিট লোকেশন সম্পর্কে আপনাদের জানাবো।
১/৫ দারাগাঁও (Dara Gaon) : শিলিগুড়ি বা কালিমপংয়ের কাছেই পাহাড়ি এই ছোট্ট গ্রাম যেমন সুন্দর তেমনি অফবিট লোকেশনে অবস্থিত। তিস্তা নদীর সামনে বেশ কিছু হোমস্টে রয়েছে দারাগাঁওয়ে। সেখানে গিয়ে যদি আপনি থাকেন তাহলে ভোরবেলায় জানলা খুললেই দেখতে পাবেন ছবির মত সুন্দর কাঞ্চনজঙ্ঘা।
২/৫ তেন্দ্রাবং (Tendrabong) : কালিম্পঙের কাছেই রয়েছে আরও একটু সুন্দরী পাহাড়ি গ্রাম যার নাম তেন্দ্রাবং। অনেকের মত বেশ রহস্যে ঘেরা এই গ্রাম। তবে বর্তমানে পর্যটকদের আগ্রহ বাড়তেই হোমস্টে তৈরী হয়েছে, তাই চাইলেই সেখানে ঘুরে আসতে পারেন। এর জন্য প্রথমে কালিম্পঙ পৌঁছতে হবে। সেখান থেকে প্রাইভেট গাড়িতে পৌঁছে যেতে পারেন এই অফবিট গ্রামে।
আরও পড়ুনঃ খরচ মাত্র ১২০০টাকা! উত্তরবঙ্গের এই অফবিট পাহাড়ি গ্রাম মিনি হানিমুনের জন্য একেবারে পারফেক্ট
৩/৫ ইয়েলবং (Yelbong) : ২০২৪ সালে দাঁড়িয়েও যদি প্রত্যন্ত অফবিট জায়গায় ঘুরতে যেতে চান তাহলে আপনাকে আসতেই হবে ইয়েলবং এ। ছোট্ট এই গ্রামের পাহাড়ি সৌন্দর্য যে কারোর মন কাড়তে বাধ্য! আপনি যদি ইয়েলবং যেতে চান তাহলে প্রথমে নিউ মাল জংশনে আসতে হবে বা শিলিগুড়ি আসতে হবে। এরপর গাড়িতে করে চলে আসতে পারেন।
৪/৫ ভালুকহোপ (Bhalukhop) : পাহাড়ি জঙ্গল সাথে কাঞ্চনজঙ্ঘা দর্শকন করতে চান? তাহলে কালিমপংয়ের কাছের এই ছোট্ট ভালুকহোপ আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। নিউ জলপাইগুড়ি থেকে বা কালিমপং থেকে গাড়িতে পৌঁছনো যায় ভালুকহোপে।
আরও পড়ুনঃ দোলের ছুটিতে ঘুরতে যেতে চান? রইল বসন্তের ছবির মত সুন্দর পুরুলিয়ার কম বাজেটের ট্রাভেল প্ল্যান
৫/৫ মাঝুলী (Majhauli) : এই তালিকার শেষ ডেস্টিনেশন হল এক অন্যরকম সুন্দর পাহাড়ি গ্রাম। নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাওয়ার পথেই পড়বে এই ছোট্ট গ্রামটি। চাইলে এখানেও ছুটির কটা দিন কাটিয়ে আসতেই পারেন।