• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খরচ মাত্র ১২০০! দীঘা-পুরী না গিয়ে ঘুরে আসুন এই হিল স্টেশন থেকে, চির স্মরণীয় হয়ে থাকবে

দেখতে দেখতে শীতকাল শেষ, পশ্চিমবঙ্গে সূর্যের প্রভাবে তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে। গরম পড়তেই ভ্রমণপ্রেমীদের (Travel Lover) মন পাহাড় পাহাড় করছে। তাই আজ আপনাদের জন্য একেবারে অল্প খরচে পাহাড়ি এক ডেস্টিনেশনের (Hill Station) হদিশ নিয়ে হাজির হয়েছি। যেখানে একবার ঘুরতে গেলে সারাজীবন মনে থাকবে। আসলে পাহাড় মানেই সবার মাথায় আগে আসে দার্জিলিং সেই কারণে প্রচন্ড ভিড় হয় হয় সেখানে। কিন্তু আজ যে জায়গার কথা বলব সেটা দার্জিলিং নয় বরং ডুয়ার্স ঘেঁষা কালিম্পংয়ের কিছু অফবিট গ্রাম (Offbeat Travel Destination Near Kalimpong)

অফবিট মানেই যেখানে মানুষের ভিড় এখনও সেভাবে পৌঁছায়নি। এই কারণেই প্রকৃতিকে আরও বেশি করে উপভোগ করা যায়। আর আপনি যদি একটি শান্তিপ্রেমী হন তাহলে তো আপনার জন্য এই হিল স্টেশন একেবারে পারফেক্ট হলিডে ডেস্টিনেশন হতে চলেছে। কেন? কারণ এখানে পাহাড় তো  পাবেনই সাথে ঝর্ণা ও যদিও দেখতে পাবেন। ভাবছেন কোন জায়গার কথা বলছি? তাহলে চলুন দেখে নেওয়া যাক বাঙালির অত্যন্ত পছন্দের ডেস্টিনেশন রিশপ সম্পর্কে।

   

RIshap Travel Plan

চারিদিকে পাহাড় আর মেঘে ঘেরা রিশপ নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত। দেখতে গেলে ডুয়ার্সের পশ্চিমে অবস্থিত রিশ, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫০০ ফুট। ঘোরার জায়গা বলতে পাহাড়ি রাস্তার দুধারে পাবেন পাইন, অর্কিড থেকে ফার এর সারি সাথে কাছাকাছির মধ্যেই রয়েছে লাভা, টিফিনদাঁড়া ভিউ পয়েন্ট। সিকিমের কিছু অংশও দেখা যাবে এখন থেকেই।

আরও পড়ুনঃ পাহাড়ের বুকে একটুকরো স্বর্গ, ঘরেই আসে মেঘ! রইল অসাধারণ সুন্দর এক পাহাড়ি অফবিট লোকেশনের হদিশ

আপনি যদি রিশপে আসতে চান তাহলে নিউ জলপাইগুড়ি গামী যেকোনো ট্রেনে উঠে পড়ুন। এরপর সেখানে নেমে প্রাইভেট গাড়িতে বা শেয়ার ক্যাবে রিশপে পৌঁছে যেতে পারেন। কালিম্পংয়ের রাস্তা ধরে গেলে প্রায় ১২০ কিমি যেতে হবে। তবে আলাগড় থেকে শেষ কিমি রাস্তা বেশ অ্যাডভেঞ্চারাস হবে এটুকু গ্যারেন্টি!

RIshap

আরও পড়ুনঃ পাহাড়-জঙ্গলের অপরূপ মেলবন্ধন, সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ! রইল উত্তরবঙ্গের সেরা অফবিট লোকেশনের হদিশ

রিশপে পৌঁছে সেখানে থাকার জন্য হোটেল থেকে হোমস্টে উভয়েরই ব্যবস্থা রয়েছে। হোটেলে বা হোমস্টেতে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়েই বেরিয়ে পড়ুন শেরপা ও লেপচাদের ছবির মত সুন্দর গ্রাম ভ্রমণের উদ্দেশ্যে। জানলে অবাক হবেন ‘রিশপ’ নামটি রি অর্থাৎ পাহাড়ের চূড়া আর শপ অৰ্থাৎ পুরোনো গাছ এই দুই শব্দকে মিলিয়েই তৈরী করা হয়েছে। তাই আপনিও যদি পারফেক্ট ভ্রমণের ডেস্টিনেশন খুঁজছেন রিশপ অবশ্যই ঘুরে আসতে পারেন।

site