• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাহাড়-জঙ্গলের অপরূপ মেলবন্ধন, সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ! রইল উত্তরবঙ্গের সেরা অফবিট লোকেশনের হদিশ

রোজকার ব্যস্ত জীবন থেকে কিছুটা অবকাশ নিয়ে ঘুরতে (Traveling) যেতে সকলেই ভালোবাসেন। কেউ সমুদ্র পছন্দ করে, তো কারুর পছন্দ পাহাড়। আর পশ্চিমবঙ্গবাসীরা এদিক থেকে অন্তত ভাগ্যবান। উত্তরে যেমন রয়েছে দার্জিলিং, সিকিম তেমনি দক্ষিণে রয়েছে সমুদ্র। তবে আজকের প্রতিবেদনে এক অফবিট পাহাড়ি ডেস্টিনেশনের (Offbeat Hill Station) হদিশ রইল পাহাড়প্রেমীদের জন্য। একঘেয়ে পাহাড় নয় বরং জঙ্গল ও পাহাড়ের মেলবন্ধনে যেন আরও বেশি সুন্দর হয়েছে জায়গাটি।

ভাবছেন কোথায় এমন দেশ? উত্তর হল দার্জিলিংয়ের (Darjeeling) কাছেই। নামটা অনেকের কাছেই আজও অজানা তবে একবার গেলে যে সারাজীবন মনে থাকবে এটুকু নিশ্চিত। আজ আপনাদের বলবো দার্জিলিয়ের পাহাড়ের মাঝে অবস্থিত উত্তরবঙ্গের গ্রাম মহলদিরাম (Mahaldiram) সম্পর্কে। কিভাবে যাবেন? কোথায় থাকবেন? আর কি কি দেখবেন? সমস্ত প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনেই।

   

North Bengal Offbeat Travel Places Mahaldiram How to Reach Where to Stay

মহলদিরামে গেলে জানলা খুললেই ছুঁতে পারবেন মেঘ। সাথে চা বাগানের অপরূপ সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে ভ্রমণের আনন্দ। মিঠে রোদ গায়ে মেখে পাহাড়ি রাস্তায় ট্রেকিং, সবুজ প্রকৃতি দর্শক থেকে পাখির কলতান শুনতে শুনতে কখন যে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসবে বুঝতেই পারবেন না। এরপর রাত নামলে মোমো থেকে শুরু করে হোম স্টে বা হোটেলে অসাধারণ সমস্ত রান্না তো থাকছেন। এরপর ঘুম ভেঙে যখন সকাল হবে তখন চোখ খুললেই দেখা যাবে নৈস্বর্গিক সুন্দর কাঞ্চনজঙ্ঘা।

আরও পড়ুনঃ দীঘা-পুরি অতীত! শীতের ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছের এই অফবিট সমুদ্র সৈকত

কিভাবে পৌঁছবেন মহলদিরাম?

আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া বা শিয়ালদাহ থেকে ট্রেনে উঠে পড়ুন। নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এরপর গাড়ি করেই সোজা পৌঁছে যেতে পারেন মহলদিরাম। এছাড়াও যদি প্লেনে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে বাগডোগরা এয়ারপোর্টে নেমে গাড়ি করতে হবে। মহলদিরাম কার্শিয়াং থেকে ১২ কিমি, তাই চাইলে কার্শিয়াং ও মহলদিরাম একইসাথে ট্যুর প্ল্যানে রাখতেই পারেন।

Offbeat North Bengal Visit Mahaldiram

মহলদিরামে কোথায় থাকবেন?

পাহাড়ি এলাকায় থাকার সবচাইতে সেরা উপায় হল হোম স্টে। পর্যটকরা হোটেলের থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন হোমস্টেতে থাকতে। থাকা খাওয়া মিলিয়ে জন প্রতি ২০০০ এর মধ্যেই একধিক হোমস্টে রয়েছে মহলদিরামে। যার মধ্যে ‘মহলদিরাম সালামান্দার জলং ক্যাম্প’ বেশ নামকরা। তবে ভাড়া সিজেন অনুযায়ী কম বেশি হতে পারে, যাওয়ার আগে চেক করে নেবেন অবশ্যই।

North Bengal Offbeat Place Mahaldiram

আরও পড়ুনঃ বাই বাই দার্জিলিং! টাইগার হিল নয়, অফবিট এক গ্রামে গেলেই দেখতে পাবেন জীবনের সেরা সূর্যোদয়

মহলদিরামে পৌঁছে কি কি দেখবেন?

আগেই বলেছি মহলদিরাম দুর্দান্ত সুন্দর, চা বাগান, ছোটখাটো জঙ্গল ও পাহাড়ে ঘেরা। তবে কাছাকাছি দেখার মধ্যে একাধিক ট্যুরিস্ট স্পট রয়েছে। চটকপুর, লাটপাঞ্চার, সিটং, মংপু এর মত জায়গা ঘুরে দেখতে পারেন। এছাড়াও এখান থেকে কার্শিয়াং মাত্র ১২ কিমি দূরে তাই চাইলে সেখান থেকেও ঘুরে আসতেই পারেন।