• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ-সালমান তো বাচ্চা! ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক কে নেন জানেন?

Highest Paid Actor of India : বলিউড (Bollywood) তো বটেই, সম্পূর্ণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেতা হলেন শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খান (Salman Khan)। ‘বাদশা’ এবং ‘ভাইজানে’র অনুরাগী রয়েছে গোটা বিশ্বে। গত তিন দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তাঁরা। স্বাভাবিকভাবেই এত বছরে তাঁদের জনপ্রিয়তার সঙ্গে পারিশ্রমিকও (Fees) প্রচুর বেড়েছে। এই মুহূর্তে দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন তাঁরা।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, একটি সিনেমার জন্য প্রায় ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন শাহরুখ-সলমন। বলিউডের হাতেগোনা কয়েকজন অভিনেতাই এত বিপুল পরিমাণ পারিশ্রমিক পান। তবে আপনি কি জানেন, এত বেশি দর হাঁকানো সত্ত্বেও ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা (Highest Paid Actor) হতে পারেননি শাহরুখ-সলমনরা। বরং সম্প্রতি বাজিমাত করেছেন এক দক্ষিণী অভিনেতা (South Indian Actor)

   

Shah Rukh Khan and Salman Khan, Highest paid actor of India

হ্যাঁ, ঠিকই দেখছেন। একটি আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতাই সম্প্রতি পারিশ্রমিকের নিরিখে বলিউডের একাধিক সুপারস্টারকে পিছনে ফেলে দিয়েছেন। এখন নিশ্চয়ই ভাবছেন, কে সেই অভিনেতা? তাহলে বলে রাখি তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড ওনলি রজনীকান্ত (Rajinikanth)

আরও পড়ুনঃ ‘আমি আর আমার স্ত্রী মারা যাবো’, মেয়ের কথা উঠতেই ভরা মঞ্চে কেঁদে উঠলেন ‘মহাগুরু’ মিঠুন

Chennai Bengaluru office declare holiday on Rajinikanth’s Jailer release day

গত কয়েক দশক ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন ‘থালাইভা’। সাউথ তো বটেই, বলিউডেরও বহু হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি প্রেক্ষাগৃহে রিলিজ করেছেন রজনীকান্তের ‘জেলার’। সেই ছবির জন্যই আকাশছোঁয়া পারিশ্রমিক পেয়েছেন তিনি। সেই সঙ্গেই দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার শিরোপাও আদায় করে নিয়েছেন।

আরও পড়ুনঃ বাপ বাপই থাকে! রিলিজের ৪ দিন আগেই ‘গদর ২’কে টেক্কা দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়ল শাহরুখের ‘জওয়ান’


সম্প্রতি জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান টুইট করে এই খবরটি জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, সম্প্রতি রজনীকান্তের হাতে ১০০ কোটির চেক তুলে দেওয়া হয়েছে। ‘জেলার’র বক্স অফিস কালেকশন থেকে এই অর্থ পেয়েছেন ‘থালাইভা’। এর আগে পারিশ্রমিক হিসেবে ১১০ কোটি টাকা নিয়েছিলেন রজনীকান্ত। অর্থাৎ সব যোগ করলে, ‘থালাইভা’র মোট আয় গিয়ে দাঁড়ায় ২১০ কোটি টাকায়। এর আগে ভারতের আর কোনও অভিনেতা এত বিপুল পরিমাণ পারিশ্রমিক পাননি। ৭৪ বছর বয়সে এসেও চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে রজনীকান্তের ক্রেজ যে একটুও ফিকে হয়নি তা এখান থেকেই বেশ বুঝে নেওয়া যায়।