• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খরচ মাত্র ১২০০টাকা! উত্তরবঙ্গের এই অফবিট পাহাড়ি গ্রাম মিনি হানিমুনের জন্য একেবারে পারফেক্ট

ফেব্রুয়ারি পড়ার সঙ্গে সঙ্গেই আস্তে আস্তে বঙ্গ থেকে শীত বিদায় নিতে শুরু করেছে। হালকা এই শীতে অনেকেই বাক্স প্যাটরা গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন। আপনিও যদি ফেব্রুয়ারির এই মনোরম আবহাওয়ায় উত্তরবঙ্গ যাওয়ার (North Bengal Trip) প্ল্যান করে থাকেন, তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ আজ আমরা নর্থ বেঙ্গলের অফবিট পাহাড়ি গ্রাম (Offbeat Hill Station) চাটাইধুরার (Chataidhura) খোঁজ নিয়ে এসেছি আমরা।

বর্তমানে পর্যটকদের মধ্যে চেনা-পরিচিত জায়গার থেকে অফবিট জায়গার (Offbeat Travel Destination) প্রতি বেশি আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। অচেনা-অজানা জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করছেন বেশিরভাগ মানুষ। উত্তরবঙ্গের (North Bengal) কোলে লুকিয়ে থাকা এমনই একটি স্থান হল চাটাইধুরা। দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে কয়েকটা দিন নিরিবিলি পাহাড়ি পরিবেশে কাটাতে চাইলে আপনার ডেস্টিনেশন হতেই পারে এটি।

   

North Bengal trip Chataidhura

ছবির মতো সাজানো ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হল চাটাইধুরা। অফবিট পাহাড়ি গ্রামের (Offbeat Village) কথা শুনলে আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে চাটাইধুরা অনেকটা তেমনই। রাস্তার ধারে পাইন গাছের জঙ্গল, সেখান দিয়ে হেঁটে বেড়ানোর মজাই আলাদা। ছুটি কাটিয়ে কীভাবে যে আপনার বাড়ি ফেরার সময় চলে আসবে তা নিজেই ধরতে পারবেন না।

আরও পড়ুনঃ ছবির মত সুন্দর চা বাগান, রইল এবার শীতে ঘোরার জন্য সেরা অফবিট লোকেশনের হদিশ

পাইনের জঙ্গল, সেই সঙ্গেই মোহময়ী কাঞ্চনজঙ্ঘা- চাটাইধুরার সৌন্দর্য ভাষায় বয়ান করা বেশ কঠিন। ভালোবাসার মানুষের সঙ্গে স্বল্প খরচে রোম্যান্টিক ট্রিপে যেতে চাইলে আপনি কিন্তু উত্তরবঙ্গের এই গ্রাম বেছে নিতেই পারেন। খুব কম বাজেটের মধ্যেই এখান থেকে ঘুরে আসতে পারবেন আপনারা।

North Bengal trip Chataidhura

কীভাবে যাবেন?

এখন প্রশ্ন হল চাটাইধুরা কীভাবে যাবেন? বলে দিই, শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার গাড়ি করে আপনি এখানে চলে আসতে পারেন। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার প্রচুর শেয়ার গাড়ি ছাড়ে। আবার চাইলে ঘুম পর্যন্ত শেয়ার গাড়ি করে এসে, সেখান থেকে ফের গাড়ি ভাড়া করে এখানে চলে আসতে পারেন।

আরও পড়ুনঃ অল্প বাজেটেই বর্ষেশেষে গোয়া ভ্রমণ! রইল সি-বিচের কাছেই সস্তা-সুন্দর ৫ হোটেলের হদিশ

North Bengal trip Chataidhura

কোথায় থাকবেন?

উত্তরবঙ্গের ছোট্ট, নিরিবিলি, শান্ত একটা গ্রাম হল চাটাইধুরা। আপনি চাইলে এখান থেকে দার্জিলিং-মিরিক ঘুরতে পারবেন। মিরিক লেকে বোটিং, লেকের ধারে ঘোড়ায় চড়ার ইচ্ছা থাকলে সেই শখও পূরণ করে নিতে পারেন। এক্ষেত্রে বলে রাখা দরকার, চাটাইধুরায় গেলে আপনাকে হোমস্টেতে থাকতে হবে। তবে এখানে খুব বেশি হোমস্টে কিন্তু নেই। ২-৩টি মতো হোমস্টে আছে। তাই ঘুরতে যাওয়ার আগে ভালো করে খোঁজ নিয়ে হোমস্টে বুক করে তারপর যাবেন।