• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অল্প বাজেটেই বর্ষেশেষে গোয়া ভ্রমণ! রইল সি-বিচের কাছেই সস্তা-সুন্দর ৫ হোটেলের হদিশ

২০২৩-কে বিদায় জানিয়ে ২০২৪-কে স্বাগত জানানোর সময় এসে গিয়েছে। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা শেষেই চলে আসবে নিউ ইয়ার। এখন তাই মোটামুটি সবাই উৎসবের আমেজেই রয়েছেন। বছর শেষের এই সময়টায় অনেকেই নানান জায়গায় ঘুরতে (Travel) বেরিয়ে পড়েছেন।

এই সময়ের জন্য একেবারে আদর্শ ডেস্টিনেশন হল গোয়া (Goa)। এমনিতে সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে ক্রিসমাস-নিউ ইয়ারের সময়টা গোয়া বেশ ব্যয়সাপেক্ষ হয়ে যায়। লাক্সারি হোটেলগুলি তো বটেই, ছোটখাটো হোটেলগুলির ভাড়াও এই সময় মধ্যবিত্তের বাজেটের বাইরে চলে যায়। তাই পকেট-ফ্রেন্ডলি খরচে আপনি গোয়া-ভ্রমণ করতে চাইলে বেছে নিতে পারেন সরকারি হোটেলগুলি (Government Guest House)

   

Colva Residency Goa

গোয়াতে কম বাজেটে ভালো হোটেল (Low Budget Good Hotels in Goa)

কোলভা রেসিডেন্সি (Colva Residency) : কোলভা বিচ রোডে অবস্থিত এই হোটেলে ৪৭টি রুম রয়েছে। এসি, নন-এসি নানান রকমের রুম পেয়ে যাবেন এখানে। ভাড়াও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। কোলভা রেসিডেন্সিতে ডাবল বেড রুম- স্ট্যান্ডার্ড ও এসি স্ট্যান্ডার্ডের ভাড়া পড়বে ২৩০০-২৫৩০ টাকার মধ্যে।

আরও পড়ুনঃ মাত্র ১২০০ টাকায় পৌঁছে যান ‘লাল কাঁকড়ার দেশে’! রইল কলকাতার কাছেই এই অফবিট সি বিচের হদিশ

Miramar Residency Goa

মিরামার রেসিডেন্সি (Miramar Residency) : পানাজির মিরামার সমুদ্রসৈকতের কাছে অবস্থিত হোটেল। সি-বিচের ঠিক সামনেই অবস্থিত এই হোটেলেও ভিন্ন ভিন্ন ধরণের একাধিক রুম রয়েছে। এখান থেকেও সমুদ্রের দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। মিরামার রেসিডেন্সিতে এসি স্ট্যান্ডার্ড রুম, এসি স্যুট এবং এসি ডিলাক্স রুমের দাম পড়বে ২৩০০-৩৪০০ টাকার মধ্যে।

আরও পড়ুনঃ কাঞ্চনজঙ্ঘা দেখে ভাঙবে ঘুম! রইল এবার শীতে ঘোরার মত কালিম্পংয়ের এক অফবিট পাহাড়ি গ্রামের হদিশ

Farmagudi Residency Goa

ফার্মগুড়ি রেসিডেন্সি (Farmagudi Residency) : আরমাগুড়ি পোন্ডার নাম নিশ্চয়ই শুনেছেন? সেখানেই অবস্থিত ফার্মগুড়ি রেসিডেন্সি। আপনি যদি নিজের ছুটিটা সবুজে ঘেরা কোনও হোটেলে কাটাতে চান তাহলে চলে যেতে পারেন এখানে। এখানে স্ট্যান্ডার্ড, ডরমেটরি, এসি স্যুট সহ সব ধরণের রুম পাবেন। খরচ হবে ১৫০০-২৯০০ টাকা মতো।

আরও পড়ুনঃ প্রকৃতির বুকে পাহাড়ের কোলে, রইল কালিম্পংয়ের কাছেই নদী-ঝর্ণা-জঙ্গল মেশানো ৫টি অফবিট জায়গার হদিশ

Calangute Residency Goa

কালাঙ্গুট রেসিডেন্সি (Calangute Residency) : গোয়ার এই হোটেলের খাবার পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। এই হোটেলের সঙ্গেই একটি রেস্তোরাঁ রয়েছে। সেখানে নানান রকম সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। কালাঙ্গুট রেসিডেন্সিতেও এসি, নন-এসি দু’ধরণের রুম পাওয়া যায়। ভাড়া পড়বে ২০০০-২৫০০ টাকার মধ্যে।

Vasco Residency Goa

ভাস্কো রেসিডেন্সি (Vasco Residency) : ভাস্কো দা গামা, মিউনিসিপ্যাল গার্ডেনের ঠিক বিপরীতে অবস্থিত ভাস্কো রেসিডেন্সি। এখানে এসি স্ট্যান্ডার্ড রুম এবং ডবল রুম স্ট্যান্ডার্ড আপনি পেয়ে যাবেন। আর এখানকার ভাড়াও মধ্যবিত্তের বাজেটের মধ্যে। আপনি যদি গোয়ায় গিয়ে স্বল্প খরচে আরামে থাকতে চান তাহলে বেছে নিতে পারেন ভাস্কো রেসিডেন্সি। এই হোটেলে ৪৫টি ঘর রয়েছে। ভাড়া প্রায় ১৭০০-২০০০ টাকার মধ্যে।