• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ছেলেদের গায়ে…, আমার পাশে দাঁড়াতেও পারবে না’! নন্দিনী দিদিকে নিয়ে বিস্ফোরক বনগাঁর মিষ্টি দিদি

Updated on:

Newly viral Mishti didi puts some serious allegation on viral nandini didi 

এখনকার দিনের ইউটিউবারদের (Youtuber) দৌলতে প্রচারের আলোয় আসছেন ছোটখাটো ব্যবসায়ীরাও। তাদের ভিডিওর ভিউজ আর  লাইক বাড়ার সাথে সাথেই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এই ব্যবসায়ীদেরও।তাদের মধ্যে কারও আছে  ভাতের হোটেল কেউ আবার বাদাম বিক্রি করেন আবার কেউ স্টেশনে গান গেয়ে রাতারাতি পৌঁছেছিলেন জনপ্রিয়তার আলোয়। কিন্তু রাতারাতি সাফল্য পেয়ে এদের অনেকের জীবনেই সাফল্যের সাথে সাথে বেড়েছে অহংকার।

আর কথাতেই আছে সাফল্যই ব্যর্থতার চাবিকাঠি। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ফেমাস তারকাদের অনেকেই নিজেদের বিতর্কিত মন্তব্যের জন্য বার বার জড়িয়েছেন বিতর্কে। তেমনি নেটপাড়ায় ভাইরাল এক স্মার্ট দিদি হলেন ডালহৌসির নন্দিনী (Smart Didi Nandini) পাইস হোটেলের (Pice Hotel) নন্দিনী গাঙ্গুলী (Nandini Ganguly)। কলকাতার অফিস পাড়ায় নন্দিনী দিদির ভাতের হোটেলের নাম এখন সবার মুখে মুখে।

Viral Nandini Didi’s Tollywood debut movie is titled Teen Sotti shoot began Thursday

এমনই এক ভাতের হাটেন চালান বনগাঁর মিষ্টি দিদি (Mishti Didi) আর তার দিদি কালী। তাঁর নামেই ভাতের হোটেল। নন্দিনী দিদির থেকেও অনেক কম দামে তিনি তার পাইস হোটেলে মাছ-ভাত এবং মটন কষা খাওয়ান। যা নজর কেড়েছে নেটিজেনদের। বনগাঁর চাঁদপাড়া স্টেশনের এই ভাতের হোটেলে দুই বোন। তাঁদের এই ভাতের হোটেল রীতিমতো টেক্কা দিচ্ছে স্মার্ট দিদির ভাতের হোটেলকে।

আরও পড়ুনঃ আর সহ্য নয়, বৌমা শিমুলের হয়ে ছেলে পরাগ-পলাশকে শুটিয়ে লাল করল মধুবালা, ফাঁস ধুন্ধুমার পর্ব

কলকাতার টালিগঞ্জ থেকে পড়শি দেশ বাংলাদেশ থেকে বহু মানুষ ছুটে আসছেন এই মিষ্টি দিদির  ভাতের হোটেলে। তবে এবার এই মিষ্টি দিদিই হঠাৎ করে ক্ষেপে গেলেন স্মার্ট দিদি নন্দিনীর ওপর। সম্প্রতি তার খাবারের দাম শুনে নাকি নন্দিনী মন্তব্য করেছিলেন তিনি পচে যাওয়া মাছ-মাংস খাওয়ান তাই এত কম দাম।

আরও পড়ুনঃ নীলের কামনাই সত্যি হল, ভাঙছে মেঘ-জিষ্ণুর বন্ধুত্ব! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

মিষ্টি দিদি,Mishti Didi,স্মার্ট দিদি,Smart Didi,নন্দিনী গাঙ্গুলি,Nandini Ganguly,পাইস হোটেল,Pice Hotel,খারাপ ব্যবহার,Bad Behavior,ভাইরাল ভিডিও,Viral Video

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বনগাঁর মিষ্টি দিদি নন্দিনীর মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন ‘আমার পাশে এসে তোমাদের স্মার্ট দিদি দাঁড়াতে পারবে না। ছেলেদের গায়ে হাত দিচ্ছে,মুখে চুমু খাচ্ছে,ওসব আমি করব না। আমরা কোন ছেলের গায়ে হাত দিয়ে কথা বলি না। আগে ৫০০ মাংস রান্না করতাম এখন দু কেজি রান্না করতে হচ্ছে।

আগে একটায় বাড়ি যেতাম এখন তিনটেয় যাচ্ছি। ভাইরাল হয়েও এখন বিপদে পড়েছি।’ বনগাঁর চাঁদপাড়ার মিষ্টি দিদির দিদির হোটেলে ভাতের সাথে হাফ প্লেট চিকেনের দাম ৭৫ টাকা, সবজি ভাত ৩৫ টাকা, কাতলা মাছ ৮০ টাকা, ডিম ভাত ৪৫ টাকা, রুই মাছ ৬০ টাকা এবং এক পিস মটন দিয়ে ভাত ৮০ টাকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥