• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গিনির বিয়ের মণ্ডপে হাজির রুপের প্রেমিকা! ভয়ে লুকোচ্ছে ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পর্ব

Updated on:

New Twist In iccheputul Rup's truth will reveal soon

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)। এই মুহূর্তে এই ধারাবাহিক থেকে চোখ ফেরাতে পারছেন না দর্শক। ইদানিং ধারাবাহিকের প্রতিটা পর্বেই থাকছে নতুন চমক। শুরু থেকেই এই ধারাবাহিকের অন্যতম মূল আকর্ষণ হলেন প্রধান নায়িকা মেঘ (Megh)। তবে মেঘ ছাড়াও এই অল্প কয়েকদিনে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন এই সিরিয়ালের আরো একাধিক সদস্য।

ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা জানেন এখন দেখা যাচ্ছে  মেঘ নীলের মধ্যে চলছে মান অভিমান আর বিরহের পর্ব। যে রূপের জন্য গাঙ্গুলী বাড়ির  সদস্যরা মেঘকে দুশ্চরিত্রা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তার সাথে বাড়ির মেয়ে গিনির  বিয়ের কথাবার্তা চলছে। ইতিমধ্যেই বাবা-মাকে নিয়ে রূপ এসেছিল গিনির বাড়িতে। সেখানেই দেখা যায়  রূপের ইচ্ছা না থাকলেও তার বাবা সরাসরি রূপের সাথে গিনির বিয়ের প্রস্তাব দিয়েছেন।

Ichheputul serial Neel's bad Behaviour for Megh makes audience angry

রূপ গিনির বিয়ে : রূপের বাবার এই প্রস্তাবে প্রথমে সবাই একটু আমতা আমতা করলেও একে একে সবাই মত দিয়ে দিয়েছেন রূপ-গিনির বিয়েতে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের আসন্ন পর্বের প্রমো। সেখানে দেখা যাচ্ছে গাঙ্গুলি বাড়িতে বসেছে মেঘ আর রূপের বিয়ের আসর। এই বিয়েতে গাঙ্গুলি বাড়ির সবাই হই চই করলেও একেবারেই খুশি নন ঠাম্মি। অন্যদিকে বিয়ের পিঁড়িতে বসেই গিনি মনে মনে ভাবছে মেঘ তাহলে কোন ভাবেই বিয়ে আটকাতে পারল না।

আরও পড়ুনঃ এতদিনে DNA টেস্ট করে সামনে আসবে সব সত্যি! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

বিয়ের মণ্ডপে হাজির রূপের প্রেমিকা  : অন্যদিকে রূপও মনে মনে বলতে থাকে ‘বিয়েটা গিনির মত বোকা মেয়েকেই করে নেওয়া ভালো, রায়চকের প্ল্যানটা না হয়  প্রিয়াঙ্কার সাথেই হবে’। এরপরেই দেখা যায় সবাইকে চমকে দিয়ে বিয়ের মণ্ডপে হাজির রূপের প্রেমিকা প্রিয়াঙ্কা। তাকে আচমকা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় রূপ। প্রিয়াঙ্কা এসেই রূপের গালে কষিয়ে একটা চড় মারে। এরপর রূপের মুখোশ খুলে দিয়ে প্রিয়াঙ্কা জানতে চাইবে সারাবছর তার সাথে ঘোরাঘুরি করে এখন অন্য একটা মেয়েকে কি করে বিয়ে করছে রূপ।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ, ফুলকি না জগদ্ধাত্রী কে হল নতুন বেঙ্গল টপার? রইল চক্ষু ছানাবড়া করা TRP তালিকা


হাটে হাঁড়ি ভাঙল ময়ূরীর 

এরপর প্রিয়াঙ্কা গিনির থেকে রূপের ফোন নাম্বার চেয়ে নিয়ে তাকে হোয়াটসঅ্যাপে বেশ কিছু ছবি পাঠাবে। অন্যদিকে চোখের সামনে এমন কান্ড দেখে নিজের পিঠ বাঁচাতে লুকিয়ে পড়বে ময়ূরী। কিন্তু তাকেও সবার সামনে টেনে এনে প্রিয়াঙ্কা বলবে ‘ময়ূরী তো এসব জানতো ময়ূরী আমার খুব ভালো বন্ধু, তাহলে এসব জেনে শুনে কিভাবে এই মেয়েটার সাথে বিয়ে করতে দিচ্ছিস রূপকে?’ তখন ময়ূরী কি বলবে আর কথা খুঁজে পে না। তাই বোঝাই যাচ্ছে ইচ্ছেপুতুল সিরিয়ালের আগামী পর্বে আসছে বিরাট চমক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥