• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হুড়মুড়িয়ে বাড়বে TRP! পুরোনোদের টাটা বলে, প্রকাশ্যে ‘লাভ বিয়ে আজকাল’র টাইম স্লট

Published on:

New serial Love Biye Ajkal time slot announced

Love Biye Aajkal Time Slot Announced : চলতি মাসের শুরুতেই নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’-এর (Love Biye Ajkal) প্রোমো প্রকাশ্যে এনে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল স্টার জলসা (Star Jalsha)। এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় অভিনেতা ওম সাহানি (Om Sahani)। ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু হলেও এখন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজের জগতে অত্যন্ত পরিচিত একজন মুখ তিনি।

নতুন ধারাবাহিকে তার বিপরীতে নায়িকা নতুন নায়িকা মৌমিতা সরকার (Moumita Sarkar)।  প্রথম প্রমোতে দেখা গিয়েছিল বারে গান গাইতে আসা শ্রাবণকে একটা প্রস্তাব দিয়েছিল ওমকার। কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলে শ্রাবণ। কিন্তু সেই প্রস্তাব কি ছিল তা জানা যায়নি।  সদ্য প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের আরও একটি নতুন প্রমো। এই প্রোমো দেখেই জানা গিয়েছে ওই দিন শ্রাবণকে কন্টাক্ট ম্যারেজের প্রস্তাব দিয়েছিল ওমকার।

New serial Love Biye Ajkal time slot announced

এবার এই দ্বিতীয় প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে নায়িকা তাড়াহুড়ো করে অটো থেকে নামতে নামতে বলছেন ‘টাকাটা আমার খুব দরকার,ওই রাতের অফারটা নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আসলে আগেরদিন ওমকার শ্রাবণকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর প্রস্তাব দিয়েছিল। তাই এবার তাদের দ্বিতীয় সাক্ষাৎ হচ্ছে কোট চত্বরে। অর্থাৎ এই সিরিয়ালটিও বিয়ে দিয়ে শুরু হলেও তাতে থাকছে শর্ত। তাই রেজিস্ট্রি হওয়ার আগেই শ্রাবণ তার হবু বরকে জানিয়ে দেয় ‘প্রেমে পড়া বারণ।’

আরও পড়ুনঃ দিব্যজ্যোতি স্বস্তিকার ঝগড়ার জের! সিংহাসন ছাড়া অনুরাগের ছোঁয়ার, কি বলছেন ভক্তরা?

নতুন প্রমো আসার সাথে সাথেই জানিয়ে দেওয়া হল এই নতুন ধারাবাহিক সম্প্রচারের সময়। জানা যাচ্ছে আগামী ২৮ আগস্ট থেকে প্রতি সোম থেকে রবি সন্ধ্যা সাড়ে আটটার স্লটে সম্প্রসারিত হবে এই ধারাবাহিক। যার ফলে এই নতুন সিরিয়ালের ধাক্কায় মাত্র আট মাসেই কপাল পুড়তে বসেছে বাংলা সিরিয়ালের নাগিন অভিনেত্রী ‘পঞ্চমী’র। তবে নতুন এই সিরিয়াল আসায় পঞ্চমী একেবারে শেষ হয়ে যাবে নাকি এই সিরিয়ালটি নতুন স্লটে দেখানো হবে সে সম্পর্কে জানা যায়নি।

আরও পড়ুনঃ ৪৫ বছরে পা দিল ‘স্বয়ম্ভূ’, ফাঁস ‘জগদ্ধাত্রী’র সেটে সৌম্যদীপের এলাহী বার্থডে সেলিব্রেশনের ভিডিও

তবে প্রতিপক্ষ চ্যানেল জি বাংলাকে টেক্কা দিতে ‘রাঙা বউ’য়ের স্লটে এই নতুন সিরিয়াল শুরু হওয়ায় দারুন খুশি হয়েছেন স্টার জলসার দর্শকরা। সেইসাথে আবার অনেকে জানিয়েছেন এই কন্ট্রাক্ট ম্যারেজ বাংলা সিরিয়ালের অনেক পুরনো বিষয়। এই একই ধরনের বিষয় নিয়ে ইতিমধ্যেই সান বাংলায় ‘সাথী’ নামে সম্প্রচারিত হচ্ছে আরো একটি সিরিয়াল। এখন দেখার নতুন সিরিয়ালে শ্রবণ এবং ওমকারের কাহিনী কতটা ছাপ ফেলতে পারে দর্শকমহলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥