• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিব্যজ্যোতি স্বস্তিকার ঝগড়ার জের! সিংহাসন ছাড়া অনুরাগের ছোঁয়ার, কি বলছেন ভক্তরা?

Viewers Opinion on Anurager Chhowa : একই সিরিয়ালে অভিনয় করার সুবাদে নায়ক নায়িকাদের প্রেমে পড়ার ঘটনা নতুন নয় ইন্ডাস্ট্রিতে। একসাথে অভিনয় করার সুবোদেই একে অপরের প্রেমে পড়ার পর পরবর্তীতে বিয়ে করেছেন এমন উদাহরণ রয়েছে একাধিক। এই মুহূর্তে  বাংলা সিরিয়ালের জগতে অন্যতম সুপারহিট জুটি হলেন স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa)

একসময় টেলিপাড়ায় তাঁদের নিয়েও এমনই গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেই গুঞ্জনে ঘি ঢেলে কিছুদিন আগেই প্রকাশ্যে  আসে পর্দার এই সুপারহিট জুটির বাস্তব জীবনে ঝগড়ার ঘটনা। জানা গিয়েছিল ইদানিং সম্পর্ক একেবারেই ভাল যাচ্ছে না পর্দার এই সুপারহিট জুটির। তাই ইতিমধ্যেই তাঁরা নাকি একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো পর্যন্ত করেছেন। যার ফলে এতদিন পর্দার প্রেম বাস্তবে গড়ানোর জল্পনা একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে তৈরী করেছে তিক্ততার গুঞ্জন।

   

Star Jalsha Bengali serial Anurager Chhowa fame Dibyojyoti Dutta and Swastika Ghosh unfollow each other

তাই এবার দেখা যাচ্ছে পর্দার সূর্য-দীপার প্রেম নয় বাস্তবে গড়িয়েছে ঝগড়া। যদিও কিছুদিন আগে এই গুঞ্জনে জল দিয়েছিলেন খোদ সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং দীপা অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এসবের মধ্যে আবার কদিন আগেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে পর্দার সূর্য-দীপা জুটির অফ স্কিন সম্পর্ক বাস্তবে ঠিক কেমন? দর্শকদের তরফে প্রশ্ন আসতে থাকে তাঁরা যদি সত্যিই ভাল বন্ধু হন, তবে তাঁরা কেন একে অপরকে আনফলো করলেন ইনস্টাগ্রামে?

আরও পড়ুনঃ মা-ছেলের ফুলশয্যার কাছে হেরে ভূত! শেষ হচ্ছে পঞ্চমী, একরাশ মন খারাপের কথা জানালেন সুস্মিতা

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Deepa

আরও পড়ুনঃ রোজ সন্ধ্যায় ‘আহ উহ’ সিন! ‘কার কাছে কই মনের কথা’র দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ দর্শকদের

কী বলছেন দর্শক : এই প্রশ্নের সদুত্তর না মিললেও পর্দার এই সুপারহিট জুটির তিক্ততার আঁচ এসে পড়ে টিআরপি তালিকায়। যার ফলে জল্পনাকে সত্যি করেই বেঙ্গল টপারের টলমল সিংহাসন হাতছাড়া হয় অনুরাগের ছোঁয়ার। রাতারাতি সেরার মুকুট হারিয়ে ফেলেন সূর্য-দীপা। এই অবস্থায় কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দর্শকদের একটা বড় অংশ।

তাই কেউ কেউ এই বেঙ্গল টপারের খেতাব হাতছাড়া হওয়ার জন্য সূর্য-দীপার অফস্ক্রিন সম্পর্ককে দুষলেও কারও কারও দাবি দিব্যজ্যোতি এবং স্বস্তিকার অফস্ক্রিন সম্পর্কের চেয়ে অনেক বেশি দায়ী এই সিরিয়ালের একঘেয়ে বিরক্তিকর গল্প।