• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রচনার সাথে এক ফ্রেমে মদন মিত্র! ‘দিদি নম্বর ১’র কানে কানে কী বলছেন ‘কালারফুল বয়’?

Updated on:

Madan Mitra and Rachana Banerjee attend Durga Puja together

পাঁচদিনের হইহট্টগোল শেষে চলে এসেছে বিজয়া দশমী। আস্তে আস্তে থিতিয়ে এসেছে দুর্গাপুজোর (Durga Puja) আমেজ। প্রতিমা নিরঞ্জনের সঙ্গেই যেন বিষাদের সুর বাজতে শুরু করেছে গোটা বাংলায়। এই পরিস্থিতিতে মন ঠিক করতে তাই অনেকেই সোশ্যাল মিডিয়া (Social Media) স্ক্রল করতে শুরু করে দিয়েছেন। আর তা করতে করতেই সামনে এল একটি হাইভোল্টেজ ছবি।

পুজোর আবহে সোশ্যাল মিডিয়ায় টলি (Tollywood) অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) বেশ কিছু ছবি ভাইরাল (Viral) হয়েছে। রমণীমহলে মদনবাবুর জনপ্রিয়তা কারোর অজানা নয়। অতীতে বহুবার টলিপাড়ার একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এবার  সেই মদনবাবুই ঠাকুর দেখলেন ‘দিদি নম্বর ১’ রচনার সঙ্গে।

Rachana Banerjee and Madan Mitra in Durga Puja

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছে মদন মিত্র এবং রচনা বন্দ্যোপাধ্যায়। টলি সুন্দরীর পরনে রয়েছে লাল রঙের শাড়ি। সোনার গয়না এবং মানানসই মেক আপে বেশ সুন্দর দেখাচ্ছিল তাঁকে। অপরদিকে কামারহাটির বিধায়ক পড়েছিলেন কালো রঙের পোশাক। সেই সঙ্গেই ট্রেডমার্ক কালো চশমা ছিল তাঁর চোখে।

আরও পড়ুনঃ ময়ূরী আসল দোষী, নেশার ঘোরে গিনিকে সব সত্যি বলে দেবে রূপ! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

কোনও ছবিতে দেখা যাচ্ছে একগাল হাসি নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন দু’জনে। কোথাও আবার রচনার কানে কানে কিছু বলতে দেখা যাচ্ছে মদন মিত্রকে। তিনি কী বলছিলেন সেটা জানা না গেলেও তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। কিছু ছবিতে রচনা এবং মদন মিত্র ছাড়া আরও কিছু মানুষকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ দশমীতে প্রেমের সম্পর্কে শিলমোহর, রাহুল-দেবাদৃতা জুটিকে শুভেচ্ছায় ভরালো ভক্তরা

Rachana Banerjee and Madan Mitra in Durga Puja

প্রসঙ্গত, রাজনীতির দুনিয়ার মানুষ হলেও সম্প্রতি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন মদন মিত্র। ‘ওহ লাভলি’ ছবির হাত ধরে নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছেন কামারহাটির বিধায়ক। ডেবিউ ছবিতেই নজর কেড়েছে মদনবাবুর অভিনয়। আদায় করে নিয়েছেন দর্শকদের প্রশংসা। পোড় খাওয়া রাজনীতিবিদ মদন মিত্র যে অভিনয়টাও মন্দ করেন না তা প্রমাণ করে দিয়েছে ‘ওহ লাভলি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥