• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাসপাতাল থেকে দশমীর শুভেচ্ছা পর্দার ‘বাবুউউ’ রুবেলের, ছবি ভাইরাল হতেই চিন্তায় ভক্তরা

Updated on:

Neem Phooler Madhu Srijan AKA Rubel Das suddenly admitted to the hospital

বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) নায়কের। কয়েক মাস দু’পায়ের গোড়ালি ভেঙে গিয়েছিল পর্দার সৃজন ওরফে রুবেল দাসের (Rubel Das)। অনেকটা সময় বিছানাতেই কাটাতে হয়েছিল তাঁকে। বাড়ি বসেই শ্যুটিং করছিলেন অভিনেতা। দিন কয়েক আগে একটু সুস্থ হয়ে শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন। তার মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন রুবেল দাস।

বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম অভিনেতাদের মধ্যে একজন হলেন রুবেল। একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ‘ভানুমতীর খেল’, ‘যমুনা ঢাকি’ থেকে শুরু করে ‘বাঘ বন্দি খেলা’- একাধিক ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। এখন জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করছেন তিনি।

Rubel Das, Rubel Das hospitalized

সৃজন (Srijan) ওরফে বাবু চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন রুবেল। হয়ে উঠেছেন দর্শকদের নয়নের মণি। এবার সেই রুবেলের অসুস্থতার খবর পেয়েই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। আচমকা কেন হাসপাতালে (Hospital) ভর্তি হতে হল অভিনেতাকে? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন।

আরও পড়ুনঃ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! পর্দার ‘পুতুল’ শ্রীতমার কন্ঠে গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

আসলে পুজোর আবহেই ডেঙ্গির (Dengue) কবলে পড়েছিলেন ‘নিম ফুলের মধু’ নায়ক। প্রায় গোটা পুজোই হাসপাতালের বিছানায় শুয়ে কাটিয়েছেন তিনি। রুবেল জানিয়েছেন, ডেঙ্গির বিরুদ্ধে এই লড়াইয়ে তাঁর পরিবার এবং প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য সর্বক্ষণ পাশে ছিলেন।

আরও পড়ুনঃ দশমীতে প্রেমের সম্পর্কে শিলমোহর, রাহুল-দেবাদৃতা জুটিকে শুভেচ্ছায় ভরালো ভক্তরা

Rubel Das, Rubel Das hospitalized

হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করে পর্দার সৃজন লেখেন, ‘শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গুর সাথে। দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে। তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল। বিশেষ করে শ্বেতা ভট্টাচার্য না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল’।

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)

রুবেল জানিয়েছেন, তাঁর জন্যে এই বছর ঠাকুর পর্যন্ত দেখেননি শ্বেতা। অভিনেতা লেখেন, ‘আমার জন্যে তুমি নিজে ঠাকুর পর্যন্ত দেখলে না। সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে ডক্টরের সাথে কথা বলা, আমার ওষুধ, আমার ব্লাড টেস্ট, প্লেটলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা, মনে হলো উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ। তাই আমি এখন সুস্থ। কৃতজ্ঞ তোমার কাছে’। অভিনেতার এই পোস্ট দেখে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। তাড়াতাড়ি সুস্থ হয়ে ফের নিজের স্বাভাবিক জীবনে ফিরুক রুবেল এটাই চেয়েছেন প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥