• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাজেটে ফিট, ছুটি সুপারহিট! স্বল্প খরচে শীতের ছুটিতে ঘুরে আসুন এই অফবিট হিল স্টেশন থেকে

Published on:

New offbeat travel destination in Odisha called Mahendragiri Hill

Travel: চাকরি, ব্যবসা হোক বা সংসার সামলানো- রোজ এক কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে প্রত্যেক মানুষের জীবনে। কোনও কাজেই তখন আর এনার্জি পাওয়া যায় না। এই একঘেয়েমি দূর করার সবচেয়ে ভালো উপায় হল ভ্রমণ (Travel)। কয়েকদিনের ছুটিতে একটু আরাম করে নিলেই দূর হয়ে যায় শারীরিক-মানসিক যাবতীয় ধকল।

এমন অনেক মানুষ আছেন যারা বছরের একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র ঘোরার জন্য বরাদ্দ রাখেন। বিশেষত নভেম্বর-ডিসেম্বরের হালকা শীতে ঘুরতে বেরিয়ে পড়েন অনেকে। আপনিও যদি এই মনোরম আবহাওয়ায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ আজ একটি দুর্দান্ত অফবিট লোকেশনের (Offbeat Destination) খোঁজ নিয়ে এসেছি আমরা।

Mahendragiri hills in Odisha

ভিড়ে ঠাসা একঘেয়ে জায়গায় যাওয়ার চেয়ে ভ্রমণপিপাসু মানুষরা এখন অফবিট ডেস্টিনেশনের দিকে বেশি ঝুঁকছেন। নিরিবিলি-নির্জন জায়গায় ছুটি কাটাতে পছন্দ করছেন অনেকে। আজ আপনার জন্য এমনই একটি মনোরম স্থানের খোঁজ নিয়ে আসা হয়েছে। এই স্থানের নাম হল ওড়িশার মহেন্দ্রগিরি (Mahendragiri Hill)।

আরও পড়ুনঃ এলাহী প্রাসাদ থেকে সমুদ্র-পাহাড়, রইল শীতের ছুটিতে ঘোরার কমবাজেটের সেরা ৫ ডেস্টিনেশনের হদিশ

ওড়িশা বলতে অনেকের মাথায় প্রথমে পুরী, জগন্নাথ মন্দির কিংবা গোপালপুরের কথা আসে। তবে এই জায়গাগুলি বাদেও ওড়িশাতে (Odisha) প্রচুর ঘোরার জায়গা রয়েছে। এমনই একটি স্থান হল মহেন্দ্রগিরি। এখানে গেলে আপনি সবুজে ঘেরা পাহাড়, অপূর্ব সুন্দর জলপ্রপাত দেখতে পাবেন। এখানেই অবস্থিত জনপ্রিয় মাকাডারিয়া জলপ্রপাত।

Mahendragiri hills in Odisha

এছাড়াও মহেন্দ্রগিরিতেই রয়েছে মহেন্দ্র তনয়া নদী। এখানে একটি মন্দির আছে যেখানে কুন্তী পুজো হয়। সেখান থেকে মন্দিরটির নামকরণ করা হয়েছে কুন্তী মন্দির। আবার এই মন্দিরের কাছাকাছিই রয়েছে যুধিষ্ঠিরের মন্দির এবং যেটি শিব মন্দির নামেই বহুল পরিচিত।

আরও পড়ুনঃ সবুজের মাঝে পাখিদের কিচিরমিচির, রইল কলকাতার কাছেই এই দারুন সুন্দর উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ

অনেকেই জানেন না, মহেন্দ্রগিরির এই মন্দিরটি প্রায় চার শতক অর্থাৎ ৪০০ বছর পুরনো। ইচ্ছা হলে এখান থেকে ঘুরে আসতে পারেন আপনি। পাহাড়, জঙ্গল, মন্দির, জলপ্রপাত- সব মিলিয়ে কীভাবে যে ছুটির কয়েকটা দিন কেটে যাবে বুঝতে পারবেন না আপনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥