• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এলাহী প্রাসাদ থেকে সমুদ্র-পাহাড়, রইল শীতের ছুটিতে ঘোরার কমবাজেটের সেরা ৫ ডেস্টিনেশনের হদিশ

Published on:

5 offbeat travel destination to visit in India during winter

শীত পড়েছে মানেই বাঙালির মন উড়ু উড়ু (Travel) করতে শুরু করে দিয়েছে। নভেম্বরের এই মনোরম আবহাওয়ায় অনেকেই ঘুরতে বেরিয়ে পড়েছেন। কেউ কেউ আবার যাওয়ার প্ল্যান করছেন। হাতে ২-৩ দিনের ছুটি থাকলে আপনিও কিন্তু বাক্স প্যাটরা গুছিয়ে ট্রিপে বেরিয়ে পড়তে পারেন। আজকের প্রতিবেদনে ভারতের (India) নানান প্রান্তের ৫ মনোরম অফবিট লোকেশনের (Offbeat Destination) খোঁজ তুলে ধরলাম আমরা।

গোকর্ণ (Gokarna) : সমুদ্রের ধারে বসে কয়েকটা দিন কাটাতে চাইলে আপনি চলে পারেন গোকর্ণয়। কর্ণাটকের এই মনোরম জায়গা ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে বেশ জনপ্রিয়। গোকর্ণর অন্যতম আকর্ষণ হল এখানকার ৫টি নির্জন সি-বিচ। ট্রেকিং করে একটি থেকে আরেকটিতে যেতে পারবেন আপনি। একদিকে পাহাড়, আরেকদিকে সমুদ্র- এখানে একবার গেলে দূর হয়ে যায় সকল ক্লান্তি। গোয়া থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় ঘুরতে যাওয়ার আদর্শ সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারি।

Travel Gokarna in Karnataka

বিকানের (Bikaner) : এবার শীতের ছুটিটা যদি একটু অন্যরকমভাবে কাটাতে চান তাহলে চলে যেতে পারেন বিকানেরে। রাজস্থানের এই শহরের অন্যতম আকর্ষণ হল এখানকার বিভিন্ন ফোর্ট। ইতিহাসের নানান অজানা কাহিনী নিয়ে আজও এগুলি বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে বিকানেরে। এছাড়া এখানকার সুস্বাদু স্ট্রিট ফুড তো রয়েছেই। বিকানেরে যাওয়ার আদর্শ সময় হল শীতকাল।

আরও পড়ুনঃ চোখ খুললে সবুজ আর সবুজ! এই অফবিট পাহাড়ে একবার গেলে দূর হবে যাবে সকল ক্লান্তি, রইল ঠিকানা

Travel Bikaner in Rajasthan

বরকলা (Varkala) : শহুরে কোলাহল থেকে দূরে কয়েকটা দিন যদি প্রকৃতির কাছাকাছি কাটাতে চান তাহলে চলে যেতেই পারেন কেরালার বরকলায়। জঙ্গল-সমুদ্রে ঘেরা এই স্থানে একবার গেলে চাঙ্গা হয়ে যাবে আপনার শরীর-মন। নির্জন সমুদ্রসৈকতে বসে কীভাবে সময় কেটে যাবে আপনি ধরতে পারবেন না।

আরও পড়ুনঃ মাত্র ২০০০ টাকায় পৌঁছে যান ৫০ ঝর্ণার গ্রাম, রইল শীতের ভ্রমণের জন্য সেরা অফবিট পাহাড়ি গ্রামের হদিশ

Travel Varkala in Kerala

জিরো (Ziro) : সমুদ্রে ঘেরা এই অফবিট পাহাড়ি গ্রামের জনপ্রিয়তা আস্তে আস্তে ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতিপ্রেমী মানুষরা এই জায়গায় গেলে তাঁদের ভীষণ ভালোলাগবে। পাশাপাশি ট্রেকিং-ক্যাম্পিংয়ের শখ থাকলেও এখানে যেতে পারেন।

Ziro Valley, Offbeat travel destination

লাক্ষাদ্বীপ (Lakshadweep) : আপনি যদি সমুদ্রপ্রেমী হন, তাহলে লাক্ষাদ্বীপ চলে যেতে পারেন। দীঘা-পুরীর মতো ভিড়ে ঠাসা নয়, এখানকার সি-বিচগুলি বেশ ফাঁকা। সমুদ্রের সামনে বসে কিছুটা সময় কাটাতে চাইলে আপনার ডেস্টিনেশন হতে পারে লাক্ষাদ্বীপ।

Lakshadweep, Best winter travel destination

নীল জলরাশি, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য- লাক্ষাদ্বীপের কথা ভাষায় বয়ান করা বেশ কঠিন। তবে এখানে একবার গেলে আপনার বারবার ফিরে যেতে মন চাইতে এটা বলাই যায়। এমনই সমস্ত অফবিট জায়গার হদিশ পেতে ফলো করুন বংট্রেন্ডকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥