• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্র ১২০০ টাকায় সবুজে ঘেরা পাহাড়, পাশেই সুন্দরী তিস্তা! রইল উত্তরবঙ্গের এক অফবিট গ্রামের হদিশ

আট থেকে আশি ঘুরতে (Travel) যেতে পছন্দ করেন প্রত্যেকেই। বেড়াতে যাওয়ার কথা শুনলেই আনন্দে নেচে ওঠে সবার মন। নভেম্বর মাস পড়তে না পড়তেই যেমন অনেকে বাক্স প্যাটরা গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন। কারোর ডেস্টিনেশন সমুদ্র, কারোর আবার পাহাড় (Mountain)। আপনিও যদি হালকা শীতের এই আবহাওয়ায় ঘুরতে যাওয়ার কথা ভেবে থাকেন, তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন।

প্রত্যেকদিনের মতো আজও আপনার জন্য একটি দুর্দান্ত অফবিট লোকেশনের (Offbeat Location) খোঁজ নিয়ে এসেছি আমরা। আসলে এখন ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে অফবিট ডেস্টিনেশনের (Offbeat Destination) ডিম্যান্ড ঊর্ধ্বমুখী। ভিড়ে ঠাসা চেনা জায়গায় না গিয়ে বেশিরভাগ মানুষ এখন অচেনা জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করছেন।

   

Travel Barmek near Kalimpong

আজকের প্রতিবেদনে আমরা যে জায়গার হদিশ দিয়েছি তার নাম হল বার্মেক (Barmek)। নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে পায় ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত ছবির মতো সুন্দর সাজানো একটি গ্রাম এটি। কালিম্পংয়ের (Kalimpong) থেকে বার্মেকের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। পাহাড়ি গ্রামের কথা শুনলে আমাদের চোখের সামনে যে দৃশ্য ভেসে ওঠে বার্মেককে একেবারে তেমনই দেখতে।

আরও পড়ুনঃ পকেটে চাপ না দিয়েই সেরা ট্যুর প্ল্যান, রইল দার্জিলিংয়ের কাছেই এক সুন্দর পাহাড়ি গ্রামের হদিশ

শহুরে কোলাহল থেকে দূরে কয়েকটা দিন প্রকৃতির কোলে কাটাতে চাইলে আপনার ডেস্টিনেশন হতেই পারে এই অফবিট পাহাড়ি গ্রামটি। ঘুম ভাঙবে পাখিদের কিচিরমিচিরে, চোখ খুললেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা- বার্মেকে গেলে অনুভব করবেন এমনই স্বর্গীয় অনুভূতি।

Travel Barmek near Kalimpong

এই অফবিট পাহাড়ি গ্রাম থেকে খুব কাছে অবস্থিত হিমালি পার্ক। ইচ্ছা হলে সেখানে যেতে পারেন। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার এমন ভিউ পাওয়া যায় যা মনে থাকবে চিরকাল। এছাড়া হাতে সময় থাকলে জলসা বাংলো কিংবা মুনসং ভিউ পয়েন্ট থেকেও ঘুরে আসতে পারেন।

আরও পড়ুনঃ এক নিমেষে দূর সারা বছরের ক্লান্তি! অফবিট এই পাহাড়ি গ্রামে একবার গেলে চাঙ্গা হয়ে যাবে শরীর-মন

Travel Barmek near Kalimpong

কোথায় থাকবেন?

দার্জিলিংয়ের বাকি অফবিট পাহাড়ি গ্রামগুলোর মতো বার্মেকেও একাধিক হোমস্টে রয়েছে। খরচও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। ১২০০ টাকার মধ্যেই আপনি এখানে হোমস্টে পেয়ে যাবেন। তবে সময় বিশেষে এই ভাড়া পরিবর্তিত হতে পারে।