• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এতদিনে এন্ট্রি নিল ‘তোতা’র নায়ক! ‘জল থই থই ভালোবাসা’র নায়ককে দেখেই উচ্ছসিত দর্শকেরা

Updated on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,জল থই থই  ভালোবাসা,Jol Thoi Thoi Bhalobasa,তোতা,Tota,নায়ক,Hero,ইন্দ্রাশিষ রায়,Indrasish Roy,লালন,Lalon

নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভিড়েই সদ্য স্টার জলসার (Star Jalsha) পর্দায়  শুরু হয়েছে একেবারে ভিন্ন স্বাদের  নতুন বাংলা সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasha)। এই ধারাবাহিকে প্রধান নায়িকা কোজাগরী বসুর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পর্দায় তাঁর মেয়ে তোতার চরিত্রে অভিন অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। প্রসঙ্গত ছোট পর্দায় এটাই অনুষার প্রথম বাংলা সিরিয়াল।

যদিও আগেই বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। স্টার জলসার এই তারকা খচিত ধারাবাহিকের অপরাজিতা এবং অনুষা ছাড়াও রয়েছেন আরও এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। এবার এই সিরিয়ালেই তোতার নায়িকের  চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশীষ রায় (Indrashish Roy)।

Lalon actor Indrashish Roy comeback in Jol Thoi Thoi Bhalobasha

যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি ধূলোকণা সিরিয়ালের লালন (Lalon) নামেই  বেশি জনপ্রিয়। অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘বালিঝড়’-এ। এই সিরিয়াল শেষ হওয়ার পর জল থই থই ভালোবাসা সিররিয়ালের হাত আরও একবার কামব্যাক করেছেন ইন্দ্রাশীষ।

আরও পড়ুনঃ সত্যি জেনে তারার জীবন দুর্বিষহ করবে নীল! টিভির আগে ফাঁস হওয়া ধুন্ধুমার পর্ব না দেখলেই মিস

এই নিয়ে লীনা গাঙ্গুলীর লেখা পরপর তিনটি সিরিয়ালে অভিনয় করছেন এই অভিনেতা। তবে এই নতুন সিরিয়ালে ইন্দ্রাশীষ অভিনীত চরিত্রটি পজেটিভ না নেগেটিভ তা এখনও পর্যন্ত জানা যায়নি। বহুদিন পর ইন্দ্রাশীষকে বাংলা সিরিয়ালে আরও  একবার ফিরে পেয়ে দারুন খুশি হয়েছেন তার অনুরাগীরা। সিরিয়ালের আজকের পর্বেই তোতার নায়ক হয়ে এন্ট্রি নেবেন তিনি।

আরও পড়ুনঃ ঋতুপর্ণা-রচনার জন্য নায়িকা হতে পারিনি! সাক্ষাৎকারে বোমা ফাটালেন লকেট চট্টোপাধ্যায়

Lalon actor Indrashish Roy comeback in Jol Thoi Thoi Bhalobasha

এদিন সিরিয়ালে ইন্দ্রাশীষের ছোট্ট একটা ঝলক দেখা যাবে। এই পর্বে দেখা যাবে রাস্তার বাইক নিয়ে তোতাকে  অদ্ভুতভাবে ভয় দেখাবে ইন্দ্রাশীষ। আর তাতে খুবই বিরক্ত হবে তোতা। তবে দর্শকদের অনুমান এই সিরিয়ালে ইন্দ্রাশীষ বোধহয় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন।

তবে ধারাবাহিকের গল্প যত এগোবে তত এই চরিত্রটি সম্পর্কে ভালোভাবে বোঝা যাবে। প্রসঙ্গত ইতিপূর্বে স্টার জলসাতেই ‘অদ্বিতীয়া’,’প্রেমের কাহিনী’,’ধুলোকণা’ এবং ‘বালিঝড়’-এর মতো  সিরিয়ালে লিড রোলে অভিনয় করেছেন ইন্দ্রাশীষ

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥