• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বোনের কপালে দিলাম ফোঁটা! বোনফোঁটা উদযাপন করতেই পর্দার ‘লাবণ্য’ রূপাঞ্জনার প্রশংসা নেটিজেনদের

ছকভাঙা পথে হাঁটায় লাবণ্য সেনগুপ্ত থুড়ি রূপাঞ্জনা মিত্রের (Rupanjana Mitra) জুড়ি মেলা ভার। তা সে ৬ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করা হোক বা বোনফোঁটা উদযাপন করা। সমাজ বদলের কথা শুধু মুখে নয়, বহুবার তা করেও দেখিয়েছেন রূপাঞ্জনা। সম্প্রতি যেমন ভাইফোঁটার (Bhai Phota) দিন দিদির থেকে ফোঁটা নিলেন অভিনেত্রী।

বুধবার টলিপাড়ার একাধিক সেলেব ভাইফোঁটা উদযাপন করেছেন। অনেকে বোনের থেকে ফোঁটা নিয়েছেন, কেউ কেউ আবার নিজের বোনকে ফোঁটা দিয়েছেন। তবে বোনের থেকে ফোঁটা নিয়েছেন বোধহয় একজনই! তিনি হলেন রূপাঞ্জনা। সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) লাবণ্য সোশ্যাল মিডিয়ায় বোনফোঁটার (Bon Phota) একটি ভিডিও শেয়ার করেন। সেখানেই দেখা গিয়েছে এই দৃশ্য।

   

Rupanjana Mitra celebrated bon phota

দীপার শাশুড়ির শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, দিদির থেকে ফোঁটা নিচ্ছেন তিনি। কপালে চন্দনের ফোঁটা, প্রদীপের আলো দিয়ে সম্পন্ন হয় শুভকাজ। নিজের বোনফোঁটার পাশাপাশি ছেলের ভাইফোঁটা পালনের ভিডিও-ও শেয়ার করেছেন রূপাঞ্জনা।

আরও পড়ুনঃ বাবুউউর মায়ের মুখে ঝামা! বিচ্ছেদ ভুলে উৎসবের আয়োজন, ফাঁস সৃজন-পর্ণার বিবাহবার্ষিকী স্পেশাল পর্ব

সেখানে দেখা যাচ্ছে, রিয়ানের কপালে ফোঁটা দিচ্ছে তার দিদিমা। ছকভাঙা পথে হেঁটে রূপাঞ্জনারা যেভাবে ফোঁটার দিনটা উদযাপন করেছে তা মন ছুঁয়ে গিয়েছে নেটপাড়ার। অনেকেই অভিনেত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ খেলনা বাড়ি শেষ ভোলবদলে ফিরছে মিতুল, প্রকাশ্যে জি বাংলার নতুন মেগা ‘মিঠিঝোরা’র প্রথম প্রমো

Rupanjana Mitra celebrated bon phota

প্রসঙ্গত, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রূপাঞ্জনা। এরপর অভিনেত্রীর কোল আলো করে আসে ছেলে রিয়ান। যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন রূপাঞ্জনা এবং তাঁর স্বামী। এরপর থেকে একা হাতেই ছেলের সকল দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী। তবে শীঘ্রই ফের দ্বিতীয়বারের জন্য সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পর্দার লাবণ্য সেনগুপ্ত (Labanya Sengupta)।

দীর্ঘদিন ধরে রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে আছেন রূপাঞ্জনা। কয়েকমাস আগে পাহাড়ের কোলে একটি গির্জার সামনে দাঁড়িয়ে আংটি বদল সেরেছিলেন দু’জনে। সাক্ষী ছিল অভিনেত্রীর ছেলে রিয়ান। শোনা যাচ্ছে, খুব জলদি চার হাত এক হতে চলেছে রূপাঞ্জনা-রাতুলের। অভিনেত্রী কবে এই শুভ কাজ সারেন সেটাই এবার দেখার।