• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও পর্ণাকে অবিশ্বাস, সহ্যের সীমা ছাড়াতেই সৃজনকে যোগ্য জবাব দিল ঠাম্মি! ফাঁস ধামাকা পর্ব

নিম ফুলের মধু (Neem Phooler Madhu) যেমন নাম ঠিক তেমনই জি বাংলার (Zee Bangla) এই সিরিয়ালের গল্প। সংসারে হাজারো ঝামেলা থাকলেও ঠিকই তার মধ্যে থেকে ভালো টুকু খুঁজে নেওয়া থেকে কঠিন পরিস্থিতিতেও সকলকে রক্ষা করা সবটাই দেখা যাচ্ছে। সৃজন-পর্ণার টক ঝাল মিষ্টি প্রেমের মাঝে কাবাব মে হাড্ডি শ্বাশুড়ি কৃষ্ণা। ছেলেকে কাছ ছাড়া করতে কিছুতেই রাজি নয় সে।

স্ত্রী পর্ণাকে ভালোবাসলেও আজও সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারল না সৃজন। এই দুর্বলতার সুযোগ নিয়েই বারেবারে ছোট হতে হয়েছে তাকে অতীতেও। কিছুদিন আগেই ইশার সাথে প্ল্যান করে ডিভোর্স পর্যন্ত করিয়ে দিয়েছিল বাবাউউর মা। যদিও সেসব মিটে গিয়েছে আবারও বিয়ে করে এখন আরও বেশি রোম্যান্টিক হয়ে উঠেছে দুজন। কিন্তু এর মাঝেই আবার নতুন বিপত্তি।

   

Neem Phooler Madhu Srijan and Parna

দত্ত বাড়িতে হাজির হয়েছে পর্ণা কলেজের বন্ধু অনুভব। হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি মেয়েদের কাছে বেশ পপুলার ছিল আর বর্তমানে পর্ণাকে কিছুতেই অনুভবের কাছে দেখতে পাচ্ছে না সৃজন। এত সাহায্য করলেও অনুভবকে কিছুতেই ভালো চোখে দেখতে পারছে না সে। পর্ণাকে এক ম্যাগাজিনে নিজের ছবি ও সাহসিকতার গল্প প্রকাশ করার জন্য বললে সৃজন নিজের মত করে মতামত দিয়ে দেয়।

আরও পড়ুনঃ দর্শকদের ভালোবাসায় ৫০০ পর্ব পার, কেক কেটে গ্র্যান্ড সেলিব্রেশনে মাতল টিম জগদ্বাত্রী, রইল ভিডিও

সৃজনের এই ব্যবহারের সবটাই দেখেছেন ঠাম্মি, আর এই অন্যায় কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। ঠাম্মি বলে ওঠে, নাত বৌ (পর্ণা) অবশ্যই এই ফটোশুট করবে। কারোর বারণ শুনতে হবে না। ঠাম্মির মতে, নিজেদের ইচ্ছামত পর্ণাকে ব্যবহার করেছে। একহাতে মেয়েটা সব সামলেছে, কিন্তু আজ যখন লোকে জানতে পারছে, পর্ণার সাহসিকতার কাহিনী সবাই জানতে পারবে তখন সবাই আটকাতে উঠে পরে লেগেছে।

আরও পড়ুনঃ ভেঙেও মচকাবে না! ধরা পরে প্রমাণ নষ্ট করতে মরিয়া ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধুন্ধুমার পর্ব

শেষমেশ সৃজন বলেই ফেলে অনুভবকে কিছুতেই পর্ণার সাথে মেনে নিতে পারছে না। যেটা শুনে পর্ণা জানায়, সম্পর্কের ভিত হল দুজনের মাঝে থাকা বিশ্বাস। সেটাই যদি না থাকে তাহলে কেউই কখনো ভালো থাকতে পারে না। তাই আগে পর্ণাকে বিশ্বাস করতে শিখতে হবে।