টেলিভিশনের পর্দায় নতুনের ভিড়েও দিব্যি নিজের জায়গা ধরে রেখেছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। যেখানে নতুন মেগা শুরু হয়েই তিন থেকে ছয় মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে একবছরেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলছে সৃজন-পর্ণার কাহিনী। এমনকি টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকাদেও বেশ ভালো ফল, শেষ প্রকাশিত তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নিম ফুলের মধু।
যারা নিয়মিত দর্শক তারা জানেন, সবে মাত্র একটা বড় বিপদ থেকে উদ্ধার পেয়েছে পর্ণা। রুচিরাকে বাঁচিয়ে যেমন নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। এরপর বাড়ি ফিরলে সকলে খুশি হলেও বাবুউউর মা মোটেই খুশি নয়। রাতে স্বামী-স্ত্রী কাছাকাছি এলে দরজায় আড়ি পেতে চোখের জল ফেলতে থাকে শ্বাশুড়ি কৃষ্ণা। নেটপাড়াতেও এই নিয়ে চর্চা কম হয়নি।
এসবের মাঝেই দত্তবাড়িতে হাজির হয়েছে পর্ণা ও রুচিরার কলেজ জীবনের বন্ধু অভিনব। আগের পর্বেই দেখা গিয়েছে শাড়ির কথার জন্য ফটোশুট করেছে তাঁরা। অভিনবকে শুরু থেকেই অপছন্দ সৃজনের, বৌয়ের কাছে অন্য কেউ ঘেঁষছে এটা মেনে নিতে পারছে না সে। তবে ঠাম্মিও সোজা জানিয়ে দেয়, পর্ণা ফটোশুট করবেই। এদিকে পর্ণার ম্যাগাজিনে ছবি আসার খবর পৌঁছে গিয়েছে ইশার কানেও।
আরও পড়ুনঃ বিয়ে হলেও কাছে আসা বারণ! প্রেম নাকি রহস্য? প্রকাশ্যে ষ্টার জলসার নতুন সিরিয়ালের প্রোমো
পর্ণার কাছে হেরে গিয়ে প্রতিহিংসার আগুনে জ্বলছে ঈশা। তাই ম্যাগাজিনের ফটোশুট হচ্ছে শুনেই নতুন প্ল্যান করেছে সে। ইতিমধ্যেই সেই চরম কাণ্ডের প্রোমো প্রকাশ্যে আনল চ্যানেল কর্তৃপক্ষ। যেখানে দেখা যাচ্ছে পৌষ পার্বণে মেতে উঠেছে গোটা দত্ত বাড়ি। পর্ণা নিজের হাতে সৃজনকে পাটিসাপ্টা খাওয়াতে যাচ্ছিলো এমন সময়েই হাজির অয়ন।
বাড়ি ঢুকেই অয়ন বলে, ‘পিঠে খাচ্ছিস ভাই? বাইরে দেখবি আয় তোর বউ কি কাণ্ড করেছে?’ এরপর সবাই বাইরে এসে দেখে পর্ণার ছবি বিকৃত করে বানানো হয়েছে পোস্টার। যেখানে ওয়েস্টার্ন পোশাকে বোল্ড লুকে দেখা যাচ্ছে সাথে লেখা রয়েছে, ‘বন্ধুত্ব করতে চাইলে এই নাম্বারে ফোন করুন’।
আরও পড়ুনঃ সব শেষ, মারা যাবে রুপা? পর্দার মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ‘সূর্য’ অভিনেতা দিব্যজ্যোতি
দর্শকদের বুঝতে বাকি নেই এমন কুকর্ম কার। ইশাই এই কাজ করেছে। তবে এখন দেখার অপেক্ষা এতকিছুর পর স্ত্রী পর্ণাকে বিশ্বাস করে সৃজন নাকি আবারও নতুন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এটা জানার জন্য চোখ রাখতে হবে আমাদের পেজে আর সন্ধ্যে হলেই দেখতে হবে নিম ফুলের মধু জি বাংলার পর্দায়।