• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধ্যাষ্টামো জেঠুর সাথে ভাসান ড্যান্স! ধামাকাদার নিউ ইয়ার সেলিব্রেশনে মাতল টিম নিম ফুলের মধু

Published on:

Neem Phooler Madhu Srijan Parna Dhyastamo Jethu dance on Natu Natu for New Year 2024 Celebration Video

বর্তমানে জি বাংলার (Zee Bangla) সবচাইতে জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। বাকি সমস্ত মেগাকে পিছনে ফেলে বছর শেষে টার্গের রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকায় বেঙ্গল টপার হয়েছে সৃজন-পর্ণার (Srijan-Parna) জুটি। হবে নাই বা কেন! পল্লবী শর্মা ও রুবেল দাসের দুর্দান্ত অভিনয় যে মন কেড়েছে সকলের। তাছাড়া শ্বাশুড়ি কৃষ্ণার চরিত্রে অরিজিতা মুখোপাধ্যায়ের জনপ্রিয়তাও কিছু কম নেই।

ডিভোর্সের ঝামেলা মিটিয়ে সৃজন-পর্ণা কাছে আসতেই বদলে গিয়েছে গল্প। রুচিরাকে খুনের দায়ে পর্ণাকে ফাঁসিয়েছে ঈশা। ইতিমধ্যেই জেলে পর্যন্ত গিয়েছে পর্ণা। অনেক চেষ্টা করলেও জামিন মেলেনি, বদলে আরও ৭ দিনের পুলিশ কাস্টডি হয়েছে।

নিম ফুলের মধু আজকের পর্ব : Neem Phooler Madhu Srijan Flees Parna from Court yard

তবে সবাই অবাক তখন হল, যখন ধ্যাষ্টামো জ্যেঠুও পর্ণার হয়ে দাঁড়ালো। ছেলে অয়ন মিথ্যে বললে তাকে ছেড়ে দেয়নি। বদলে চিৎকার করে জানিয়েছে, আমি পর্ণাকে বিশ্বাস করি, আর যাই হোক সে খুনি হতে পারে না। খিটখিটে স্বভাবের হলেও জ্যেঠুর এই রূপ দেখে প্রশংসা করেছেন দর্শকেরা।

আরও পড়ুনঃ মায়ের এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করল মেয়ে! সিরিয়ালের গাঁজাখুরি গল্প দেখে চরম খিল্লি নেটিজেনদের

তবে এখানেই শেষ নয়, খবর তো এখানে শুরু। পর্দায় বাড়ির অর্ধেকেরও বেশি লোকে পর্ণার বিরুদ্ধে হলেও বাস্তবে চিত্রটা কিন্তু অন্য। শুটিং ফ্লোরে অফ ক্যামেরায় বেশ মজা করেন সকলেই। মাঝে মধ্যেই এমন বিহাইন্ড দ্য ক্যামেরা মুহূর্ত ফাঁস হয় নেটপাড়ায়। সম্প্রতি এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে।

Neem Phooler Madhu Srijan Parna dance with Dhyastamo Jethu Video

ভিডিওতে দেখা যাচ্ছে সৃজন-পর্ণার পাশাপাশি ধ্যাষ্টামি জ্যেঠু ও জেঠিমা একসাথে নাটু নাটু গানে ব্যাপক নাচ নেচেছে। ভাবছেন হটাৎ এমন নাচ কেন? উত্তর হল ইংরেজি নববর্ষের সেলিব্রেশন। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘স্বাগত ২০২৪, হৈ হুল্লোড় আর মজায় জমে উঠুক নতুন বছর’।

আরও পড়ুনঃ সুখময় হয়নি দাম্পত্য! ২০২৩ এ বিচ্ছেদের পথে হেঁটেছেন এই ৫ টলি তারকারা

প্রসঙ্গত, পর্ণাকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া সৃজন। কোর্ট ৭ দিনের জেল হেফাজত দিলেও বাইরে বেরোতেই বাইক নিয়ে ফিল্মি কায়দায় পর্ণাকে নিয়ে পালিয়েছে সে। এবার দুজনে মিলে আসল সত্যি উদ্ধার করবে। একদিকে যেমন পর্ণা নির্দোষ প্রমাণ করতে হবে। তেমনি রুচিরাকে বাড়ি ফেরাতে হবে সাথে আসল অপরাধীদেরও ধরতে হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥