• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করল মেয়ে! সিরিয়ালের গাঁজাখুরি গল্প দেখে চরম খিল্লি নেটিজেনদের

Updated on:

Daughter Marries Mother's Ex Boyfriend in Tumi Je Amar Maa Serial Trolled on social media

বাঙালিদের সারাদিনের কাজ শেষে বিনোদন মানেই বাংলা সিরিয়াল (Bangla Serial)। ষ্টার জলসা জি বাংলা ছাড়াও কালার্স বাংলা (Colors Bangla) বা সান বাংলাতেও একাধিক ভালো ধারাবাহিক সম্প্রচারিত হয়। সম্প্রতিকালে বেশ জনপ্রিয়তা পেয়েছে কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’। ২০২২  সাল থেকে চলে আসা মেগাটি আজও দর্শকদের বিনোদনের রসদ যোগায়। তবে সম্প্রতি এক অদ্ভুত ট্র্যাকের দৌলতে ভাইরাল হয়ে গিয়েছে সিরিয়ালটি।

ধারাবাহিকে কিছু অদ্ভুত কাহিনী দেখানো হয় এই নিয়ে কোনো সন্দেহ নেই। অদ্ভুত সমস্ত বিয়ে থেকে দুটো বউ বা দুই বর থাকা দেখে একপ্রকার অভ্যস্ত হয়ে গিয়েছে সকলে। তবে এবার ‘তুমি যে আমার মা’ (Tumi Je Amar Maa) সিরিয়ালের ট্র্যাক সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে। যারা নিয়মিত দর্শক তারা জানেন আরোহীর মাকে খুঁজে পাওয়াই হল আসল গল্প। ছোট থেকেই মায়ের অভাব তাকে অনেক কষ্ট দিয়েছে। বাবা অনিরুদ্ধ রায়চৌধুরী বোঝানোর চেষ্টা করলেও সে বুঝতে চায়নি।

Colors Bangla Tumi J Amar Maa

বর্তমানে আরও অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর পর্দায় আরু অর্থাৎ আরোহী চরিত্রে অভিনয় করছেন ‘মিঠাই’ এর নীপা অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন প্রোমো প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে টিআরপি তুলতে গল্পের গরু গাছে উঠে গিয়েছে। মায়ের প্রাক্তন প্রেমিককে বিয়ে করে বাড়ি এসেছে মেয়ে।

 আরও পড়ুনঃ সুখময় হয়নি দাম্পত্য! ২০২৩ এ বিচ্ছেদের পথে হেঁটেছেন এই ৫ টলি তারকারা

Colors Bangla Tumi J Amar Maa Serial track trolled

আরও পড়ুনঃ পুলিশকে মামু বানিয়ে বৌ নিয়ে পালাল ‘বাবুউউ’, টিভির আগেই ফাঁস আজকের পুরো ‘ধুম মাচালে’ পর্ব

হ্যাঁ ঠিকই দেখছেন, মায়ের এক্স বয়ফ্রেন্ডকেই ভালোবেসে বিয়ে করেছে মেয়ে। এমন ট্র্যাক বাংলা সিরিয়ালে আগে কোনোদিন হয়নি! আর এমন একটা গল্প দেখানো হবে নেটিজেনরা কিছু বলবে না তা কি হয় নাকি! সোশ্যাল মিডিয়াতে সিরিয়ালের প্রোমো রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে রীতিমত খিল্লি শুরু করেছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥