• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের কথা দিয়ে সর্বনাশ করেছে নীল, ময়ূরী নোংরা অপবাদ দিতেই ফর্মে ফিরল মেঘ! ফাঁস দুর্ধর্ষ পর্ব

Published on:

Icche Putul Mayuri wants to get neel arrested Megh comes at rescure new promo on air

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত সিরিয়াল সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকে মেঘ চরিত্রে তিতিক্ষা দাস (Titiksha Das), নীল চরিত্রে মৈনাক ব্যানার্জীকে দেখা যাচ্ছে। এছাড়াও খলনায়িকা তথা শয়তান বোন ময়ূরীর চরিত্রে অভিনয় করছেন শ্বেতা মিশ্র। গল্পে মেঘ-নীল একটু সুখী থাকতে চাইলেও বোন ময়ূরীর হিংসা আর লোভের দৌলতে তা হওয়া প্রায় অসম্ভব। নীলকে নিজের করে পেতে লজ্জার সমস্ত সীমা পার করতেও পিছপা হবে না সে।

যারা নিয়মিত দর্শক তাঁরা জানেন দীর্ঘদিন পর মেঘকে অবিশ্বাস করে ভুল করেছে এটা বুঝতে পেরেছে সকলে। এমনকি যে মা ময়ূরীর কথাই বিশ্বাস করতে সেও আজ নিজের মেয়ের আসল চেহারা দেখে অবাক। এতকিছুর পরেও নীল, নীলের পরিবার চেষ্টা করছে যাতে মেঘের সাথে সম্পর্কটা জোড়া লাগানো যায়। কিন্তু এতে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে ময়ূরীর। তাই এবার চূড়ান্ত নোংড়ামির মধ্যে দিয়েই নীলকে পাওয়ার চেষ্টা করবে সে।

Icche Putul New Promo

ইতিমধ্যেই রূপ ছাড়া পাওয়ার পর মেঘের সর্বনাশের প্ল্যান কষে ফেলেছে সে। রাতের অন্ধকারে রূপকে মেঘের ঘরে পাঠিয়েছে। এরপর মেঘের সাথে নোংরামি করতে চেয়েছিল রূপ। কিন্তু মেঘ ভয় পেয়ে চিৎকার করতেই সেখান পালিয়ে যায় সে। এরপর কিচ্ছু না জানার নাটক করে বেরিয়ে আসে। মেঘ হয়তো দুঃস্বপ্ন দেখছে বললেও ময়ূরীর কথাই আর বিশ্বাস করতে রাজি নয় কেউ।

আরও পড়ুনঃ নাগিন থেকে সোজা ‘মিস গোবর দেবী’, প্রকাশ্যে সুস্মিতার নতুন মেগা ‘কথা’র প্রথম প্রোমো

সম্প্রতি জি বাংলার তরফে ইচ্ছে পুতুলের নতুন প্রোমো রিলিজ করা হয়েছে। যেখানে দকেহা যাচ্ছে মেঘ নীল যাতে কোনোদিন এক না হতে পারে তারই ব্যবস্থা করতে চাইছে ময়ূরী। নীলের সাথে কাটানো রাতের মুহূর্ত নিজের ফোনে রেখে দিয়েছিল সে। এবার সেটাকে হাতিয়ার করেই নীলের বাড়িতে পুলিশ নিয়ে হাজির ময়ূরী।

আরও পড়ুনঃ শীঘ্রই ফিরছে ‘মৌ-ডোডো’ জুটি! স্বীকৃতির সাথে কামব্যাক নিয়ে সুখবর দিলেন পর্দার ‘ডোডো দা’ অর্পণ

ভিডিওতে দেখা যাচ্ছে ময়ূরী বলছে, ‘আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি। বিয়ের আশা দিয়ে আমার সর্বনাশ করেছে’। কিন্তু যেটা ময়ূরী ভাবতে পারেনি সেটা হল মেঘ আর চুপ না থেকে নীলকে নিজের স্বামীর পরিচয় দিয়ে তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। হ্যাঁ ঠিকই দেখছেন, এবার ময়ূরীর নোংরামির পর্দাফাঁস করতে রুখে দাঁড়াবে মেঘ। পুলিশের সামনেই সে বলে ওঠে, ‘নীল আমার স্বামী আর ময়ূরী আমার বোন, তাই সত্যিটা এবার আমি বলব’। এমন একটা ধামাকেদার প্রোমোর জন্যই অপেক্ষায় ছিল দর্শকেরা। যেখানে প্রতিবাদী চরিত্রে দেখা মিলবে তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥